More
    Homeরাজ্যবজ্রাঘাতে রাজ্যে মৃত ২৭!‌ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    বজ্রাঘাতে রাজ্যে মৃত ২৭!‌ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাত হয়। আর তার জেরেই প্রাণ হারান ২৭ জন। আর ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েই তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামীকাল থেকেই বেরিয়ে পড়বেন তিনি। মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর জেলায় গিয়ে মৃত মানুষজনের পরিজনদের সঙ্গে দেখা করবেন তিনি। আগামীকাল দুপুরেই অভিষেক ব্যানার্জি যাবেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে বজ্রাঘাতের জেরে মারা গিয়েছেন ৯ জন। এই ৯ জনের বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং রঘুনাথগঞ্জে। সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জি যাবেন হুগলি জেলায়। সেখানে বজ্রাঘাতে মারা গিয়েছেন ১১ জন। মৃতদের বাড়ি হুগলি জেলার খানাকুল, তারকেশ্বর ও পোলবায়। শুক্রবার অভিষেক ব্যানার্জি যাবেন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বাঁকুড়ার রানিবাঁধ এলাকায় মৃতদের বআনিতে যাবেন তিনি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মারা গিয়েছেন ৩ জন। মানুষের পাশে থেকেই কাজ করে যেতে চান অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয় মৃতদের পরিবারের জন্য। বিপর্যস্ত পরিবারগুলির পাশে সবসময় থাকবেন বলেও জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। প্রসঙ্গত, গতকালই বজ্রাঘাতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তাও পাঠান তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments