More
    Homeঅনান্যবাড়িগুলির পর এবার ফাটল যোশীমঠের শংকরাচার্য মঠে, সভ্যতার চাপ নিতে ব্যর্থ যোশীমঠ...

    বাড়িগুলির পর এবার ফাটল যোশীমঠের শংকরাচার্য মঠে, সভ্যতার চাপ নিতে ব্যর্থ যোশীমঠ ?

    Today Kolkata:- যোশীমঠের (Yoshi Math) বাড়ি গুলিতে আগেই ধরেছিল ফাটল। একে একে বাড়ি খালি করায় শীতের মধ্যেই ঘর ছাড়া হয়েছে এক একটা পরিবার। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে এবার ফাটল শঙ্করাচার্য মঠে (Sanarachaya Math)। পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর (Prime Minister Office)।

    স্থানীয় প্রশাসন সূত্রে খবর , যোশীমঠের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ। উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলার যোশীমঠ-মালারি বর্ডার (Yoshi Math – Malari Border) রোড এই এলাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে চিনা বর্ডারের সাথে। সীমান্তগামী সেই গুরুত্বপূর্ণ সড়কের একাধিক জায়গায় নেমেছে ধস। বহু জায়গাতেই বড় বড় ফাটল। সেটা চিন্তায় রাখছে প্রশাসনকে।

    যোশীমঠের (Yoshi Math) বাড়ি গুলিতে আগেই ধরেছিল ফাটল। একে একে বাড়ি খালি করায় শীতের মধ্যেই ঘর ছাড়া হয়েছে এক একটা পরিবার। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে এবার ফাটল শঙ্করাচার্য মঠে (Sanarachaya Math)। পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর (Prime Minister Office) । স্থানীয় প্রশাসন সূত্রে খবর , যোশীমঠের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ। উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলার যোশীমঠ-মালারি বর্ডার (Yoshi Math - Malari Border) রোড এই এলাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে চিনা বর্ডারের সাথে। সীমান্তগামী সেই গুরুত্বপূর্ণ সড়কের একাধিক জায়গায় নেমেছে ধস। বহু জায়গাতেই বড় বড় ফাটল। সেটা চিন্তায় রাখছে প্রশাসনকে। প্রধানমন্ত্রীর দপ্তর (Prime Minister Office) সূত্রে খবর , উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র সচিব পি কে মিশ্রা , অন্যান্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা। জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের প্রতিনিধি ছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন যোশীমঠের জেলা প্রশাসন এবং উত্তরাখণ্ডের (Uttarakhand) অন্য পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য , গত শনিবার বিশেষজ্ঞ দল নিয়ে যোশীমঠের পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Chief Minister Of Uttarakhand) পুস্কর সিং ধামি (Puskar Singh Dhami)। তারপর দেরাদুনে মন্ত্রী , আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। গত কয়েক বছর ধরেই উত্তরাখণ্ডের (চামোলি জেলার একাধিক জায়গায় মাটি বসে গিয়ে ফাটল দেখা দেওয়ার ঘটনা ঘটছিল। গত সপ্তাহে সেই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। ফাটল দেখা দেওয়ায় ইতিমধ্যেই প্রায় ৫০০ বাড়ি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যোশীমঠ প্রশাসন (Adminstration Of Yashimath) । গত শনিবার পরিস্থিতি বুঝে সেই তালিকায় যোগ করা হল আরও ৬৫ টি পরিবার। ১১টি পরিবারের ঠাঁই হয়েছে অস্থায়ী শিবিরে। বর্তমানে ফাটল বিপর্যয়ে প্রায় ৬০৩টি বাড়ি খালি করেছে প্রশাসন। কেদার, বদ্রী সহ চারধাম যাত্রার ক্ষেত্রে এই যোশীমঠ (Yashimath) একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সারা বছর এখানে পুণ্যার্থীদের ভিড়। এর পিছনে দায়ী জলবায়ু পরিবর্তনের মতো কারণ। ক্রমাগত পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ খোঁড়া , রাস্তা চওড়া করতে পাহাড়ে একের পর এক বিস্ফোরণ, একাধিক হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার প্লান্ট (Hydro Electric Power Plant) তৈরি করা - সভ্যতার চাপ নিতে ব্যর্থ যোশীমঠ ?

    যোশীমঠের (Yoshi Math) বাড়ি গুলিতে আগেই ধরেছিল ফাটল। একে একে বাড়ি খালি করায় শীতের মধ্যেই ঘর ছাড়া হয়েছে এক একটা পরিবার। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে এবার ফাটল শঙ্করাচার্য মঠে (Sanarachaya Math)। পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর (Prime Minister Office) । স্থানীয় প্রশাসন সূত্রে খবর , যোশীমঠের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ। উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলার যোশীমঠ-মালারি বর্ডার (Yoshi Math - Malari Border) রোড এই এলাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে চিনা বর্ডারের সাথে। সীমান্তগামী সেই গুরুত্বপূর্ণ সড়কের একাধিক জায়গায় নেমেছে ধস। বহু জায়গাতেই বড় বড় ফাটল। সেটা চিন্তায় রাখছে প্রশাসনকে। প্রধানমন্ত্রীর দপ্তর (Prime Minister Office) সূত্রে খবর , উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র সচিব পি কে মিশ্রা , অন্যান্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা। জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের প্রতিনিধি ছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন যোশীমঠের জেলা প্রশাসন এবং উত্তরাখণ্ডের (Uttarakhand) অন্য পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য , গত শনিবার বিশেষজ্ঞ দল নিয়ে যোশীমঠের পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Chief Minister Of Uttarakhand) পুস্কর সিং ধামি (Puskar Singh Dhami)। তারপর দেরাদুনে মন্ত্রী , আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। গত কয়েক বছর ধরেই উত্তরাখণ্ডের (চামোলি জেলার একাধিক জায়গায় মাটি বসে গিয়ে ফাটল দেখা দেওয়ার ঘটনা ঘটছিল। গত সপ্তাহে সেই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। ফাটল দেখা দেওয়ায় ইতিমধ্যেই প্রায় ৫০০ বাড়ি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যোশীমঠ প্রশাসন (Adminstration Of Yashimath) । গত শনিবার পরিস্থিতি বুঝে সেই তালিকায় যোগ করা হল আরও ৬৫ টি পরিবার। ১১টি পরিবারের ঠাঁই হয়েছে অস্থায়ী শিবিরে। বর্তমানে ফাটল বিপর্যয়ে প্রায় ৬০৩টি বাড়ি খালি করেছে প্রশাসন। কেদার, বদ্রী সহ চারধাম যাত্রার ক্ষেত্রে এই যোশীমঠ (Yashimath) একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সারা বছর এখানে পুণ্যার্থীদের ভিড়। এর পিছনে দায়ী জলবায়ু পরিবর্তনের মতো কারণ। ক্রমাগত পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ খোঁড়া , রাস্তা চওড়া করতে পাহাড়ে একের পর এক বিস্ফোরণ, একাধিক হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার প্লান্ট (Hydro Electric Power Plant) তৈরি করা - সভ্যতার চাপ নিতে ব্যর্থ যোশীমঠ ?

    প্রধানমন্ত্রীর দপ্তর (Prime Minister Office) সূত্রে খবর , উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র সচিব পি কে মিশ্রা , অন্যান্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা। জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের প্রতিনিধি ছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন যোশীমঠের জেলা প্রশাসন এবং উত্তরাখণ্ডের (Uttarakhand) অন্য পদস্থ আধিকারিকরা।

    বাড়িগুলির পর এবার ফাটল যোশীমঠের শংকরাচার্য মঠে, সভ্যতার চাপ নিতে ব্যর্থ যোশীমঠ ?

    পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর।

    উল্লেখ্য , গত শনিবার বিশেষজ্ঞ দল নিয়ে যোশীমঠের পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Chief Minister Of Uttarakhand) পুস্কর সিং ধামি (Puskar Singh Dhami)। তারপর দেরাদুনে মন্ত্রী , আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। গত কয়েক বছর ধরেই উত্তরাখণ্ডের (চামোলি জেলার একাধিক জায়গায় মাটি বসে গিয়ে ফাটল দেখা দেওয়ার ঘটনা ঘটছিল। গত সপ্তাহে সেই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে।

    ফাটল দেখা দেওয়ায় ইতিমধ্যেই প্রায় ৫০০ বাড়ি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যোশীমঠ প্রশাসন (Adminstration Of Yashimath) । গত শনিবার পরিস্থিতি বুঝে সেই তালিকায় যোগ করা হল আরও ৬৫ টি পরিবার। ১১টি পরিবারের ঠাঁই হয়েছে অস্থায়ী শিবিরে। বর্তমানে ফাটল বিপর্যয়ে প্রায় ৬০৩টি বাড়ি খালি করেছে প্রশাসন।

    কেদার, বদ্রী সহ চারধাম যাত্রার ক্ষেত্রে এই যোশীমঠ (Yashimath) একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সারা বছর এখানে পুণ্যার্থীদের ভিড়। এর পিছনে দায়ী জলবায়ু পরিবর্তনের মতো কারণ। ক্রমাগত পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ খোঁড়া , রাস্তা চওড়া করতে পাহাড়ে একের পর এক বিস্ফোরণ, একাধিক হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার প্লান্ট (Hydro Electric Power Plant) তৈরি করা – সভ্যতার চাপ নিতে ব্যর্থ যোশীমঠ ?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments