More
    Homeখবরবাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির...

    বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা

    মালদাঃ- বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মালদহের পাকুয়াহাট পঞ্চায়েতের থি-নগর ও সালালপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। তবে এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় টি ১০ বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে। বারংবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীযরা। একাধিক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা ।

    জানা যায়, থি-নগর এলাকার সন্তু তফাদার ও প্রসেনজিৎ ভক্ত ও সালালপুর এলাকার সনাতন মণ্ডল, সনদ হেমরম ও নমিতা হাজদার বাড়িতে শনিবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। প্রত্যেকের বাড়ির সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাড়ির বাইরে কেউবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা সুযোগ নিয়ে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে ছুটে আসে পরিবারের লোকেরা। চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বামনগোলা থানায়। তদন্তে পুলিশ। প্রত্যেকেরই বাড়ি থেকে সোনার অলংকার সহ নগদ টাকা খোয়া যায় ।

    বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা

    MORE NEWS – বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে 

     

    খড়গপুর:- ভোট যত এগিয়ে আসছে পোস্টার ব্যানার ছেঁড়ার জঘন্য রাজনীতি খেলা শুরু হয়েছে খড়গপুর পৌরসভা জুড়ে। খড়গপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর পোস্টার-ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান কারী কংগ্রেস প্রার্থী তপন প্রধানের বিরুদ্ধে, বিজেপি প্রার্থী বিমল ওঝা সরাসরি কংগ্রেস প্রার্থী তপন প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন , যার নেতৃত্বে এ ধরনের ঘৃণ্য জঘন্য কাজ হচ্ছে। এলাকার লোকেরা কংগ্রেস কর্মীদের নিজের চোখে দেখেছে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দিতে বলেও জানান তিনি ।

    পুর নির্বাচনের মধ্যমগ্রামে দলীয় প্রার্থী দের প্রচারে শুক্রবার আসেন বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

    হিজাব কান্ড নিয়ে এক সামাজিক সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিলেন এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি আলোক পদ্দার।

    কান্দি পৌরসভার 12 এবং 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস পার্থীদের সমর্থনে কান্দির বাগদাঙায় অধীর রঞ্জন চৌধুরীর পথসভা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments