More
    Homeঅনান্যAccident বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটির চালকসহ তিনজন।

    Accident বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটির চালকসহ তিনজন।

    মালদা, ১৪ মে:-  বেসরকারি বাসের ধাক্কায় (Accident) গুরুতর জখম হলেন স্কুটির চালকসহ তিনজন। যদি ওই দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় একজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বাকি দুই জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বিএড কলেজ সংলগ্ন হরিরামপুর যাওয়ার রাজ্য সড়কে। যদিও সরকারি বাসে যাত্রী না থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটে নি। পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত স্কুটি চালকের নাম মহম্মদ মিরাজুদ্দিন (৩৮)। তার বাড়ি কালিয়াচকের মহেশপুর বাহান্ন বিঘা এলাকায়। এদিন স্কুটি করে তিন বন্ধু দক্ষিণ দিনাজপুরের দিকে যাচ্ছিলেন কাপড় ব্যবসার কাজে। সেই সময় গাজোল থানার বিএড কলেজ সংলগ্ন রাজ্য সড়কে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। তাতেই গুরুতর জখম হন তাঁরা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    Accident বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটির চালকসহ তিনজন।

    MORE NEWS – Nadia Shantipur নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো নদীয়ার শান্তিপুর ফেরিঘাট।

    Today Kolkata:- ভয়াবহ নৌকাডুবিতে 18 জন মৃত্যুর ঘটনার কথা মাথায় রেখে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো নদীয়ার শান্তিপুর (Nadia Shantipur) নৃশিংহপুর ফেরিঘাট। প্রশাসনের নজরদারিতে নিয়ম মেনে চলছে যাত্রী পারাপার। আজ থেকেই শুরু ভবা পাগলার মেলা। বর্ধমানের কালনায় ভবা পাগলার মেলা উপলক্ষে নদীয়ার শান্তিপুর (Nadia Shantipur) সহ একাধিক জায়গা থেকে হাজার হাজার ভক্তরা নীসিংহপুর গঙ্গার ঘাট থেকে নৌকা করে ওপারে যান। 2016 সালে একইভাবে পারাপার চলছিল। প্রশাসনের নিয়ম বহির্ভূত ভাবেই নৌকায় করে চলছিল পারাপার। একটি নৌকায় অত্যাধিক যাত্রী নেওয়ার কারণে হঠাৎ নৌকা তলিয়ে যায়। CONTINUE READING

    Murshidabad মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ 18 জন।

    বাড়িতে ঢুকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

    Jyotipriya Mallick রবিবার সকালে এক অন্য মেজাজে দেখা গেল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

    Decorating Craft কয়েক দফা দাবি নিয়ে সোচ্চার উত্তর ২৪ পরগনা জেলা ডেকরেটার্স সমিতি।

    Rare Content Exhibition ১৪-১৬ মে পর্যন্ত তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments