More
    Homeখবরভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর কাছে হাজিরা দিলেন কেশপুরের দাপুটে নেতা মোহাম্মদ...

    ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর কাছে হাজিরা দিলেন কেশপুরের দাপুটে নেতা মোহাম্মদ রফিক।

    Today Kolkata:- ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর কাছে হাজিরা দিলেন কেশপুরের দাপুটে নেতা মোহাম্মদ রফিক । মোহাম্মদ রফিক ছাড়াও বুধবার খড়্গপুরের ডিআরএম বিল্ডিং সিবিআই দপ্তর হাজিরা দিলেন কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ 12 জন। এইদিকে খড়গপুর ডিআরএম বিল্ডিংয়ে খবর করতে যায় সাংবাদিকরা সেই সময়ে আরপিএফ এর সিনিয়র ডিএশসী সাংবাদিকদেরকে লাঠিপেটা করে বাইরে বের করার নিদান দেন। রেলওয়ে অফিসার সিনিয়ার ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ন সংবাদমাধ্যমের উপর লাঠিচার্জ করার নিদান দেন। এবং সিবিআইয়ের সিকিউরিটি এক সিআরপিএফ সংবাদমাধ্যমকে ধমক দেয়।

    ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর কাছে হাজিরা দিলেন কেশপুরের দাপুটে নেতা মোহাম্মদ রফিক।

    MORE NEWS – নেশা করতে বাধা দেওয়ায় পরিবারের লোকেদের উপর রাগ করে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক।

    মালদাঃ- নেশা করতে বাধা দেওয়ায় পরিবারের লোকেদের উপর রাগ করে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার ব্যারাক কলোনি এলাকায়। জানা গেছে অগ্নিদগ্ধ ওই যুবকের নাম বিষ্ণু সিংহ। বাড়ি ব্যারাক কলোনী এলাকায়। তার মা জানান বেশ কয়েকদিন ধরেই নেশায় আসক্ত ছিল ওই যুবক। খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। তার দুই ছেলে, তার বড় ছেলে ছোট ভাইকে নেশা করতে বাধা দেওয়ায় কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে তার ছোট ছেলে। CONTINUE READING

    MORE NEWS – ‌‌কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের।

    T‌‌oday Kolkata:- কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর নৈহাটি গৌরীপুর নিবাসী বৃন্দিচরন দাস নৈহাটি মিলের স্পিনিং বিভাগে কাজ করতেন। আজ রাতে নৈহাটি মিলে কর্মরত অবস্থায় চরম দাবদাহের কারণে অসুস্থ হয়ে যায় তারপর মিলের ভিতরই তার মৃত্যু হয়। তারপর এই মিলের শ্রমিকরা তার মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায় মিলে শ্রমিকদের দাবি অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারকে মিল কতৃপক্ষের সাহায্য করতে হবে। তবে শ্রমিকদের এই দাবি মানতে নারাজ মিল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে আসে নৈহাটি থানার পুলিশ। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে মিল শ্রমিক তাদের দাবিতে অনড়। CONTINUE RTEADING

    Manikchak মানিকচক গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক।

    আরও এক গণধর্ষণ মামলার তদন্ত হবে দময়ন্তী সেনের অধীনে, নির্দেশ কলকাতা হাই কোর্টের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments