More
    Homeঅনান্যমানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।

    মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।

    মালদাঃ- মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাতটা নাগাদ মালদা জেলার মানিকচক থানার চৌকি মিরদাদপুর অঞ্চলের পচিশা নতুন টোলা গ্রামে। যুবকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম সঞ্জয় ঘোষ (২০)। সঞ্জয় ঘোষ বছরখানেক আগে ভালোবেসে হবিবপুর কলাই বাড়ী এলাকায় এক তরুণীকে বিবাহ করে। বিবাহের কিছুদিনের মধ্যেই যুবতীর বাড়ির লোকজন ও আত্মীয়স্বজনেরা মেয়েকে নিয়ে চলে যায় এবং দাবি করেন যুবতী নাবালিকা। সেই সঙ্গে আইনি প্রক্রিয়া শুরু করেন। থানায় ছেলের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেয়র পরিবারের লোকেরা। লিখিত অভিযোগের ভিত্তিতে সঞ্জয় ঘোষের তিন মাসের জেল হয়। তিন মাস পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে জানতে পারেন মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। এরপর মানসিক চাপ সহ্য করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ পরিবারের। মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

    মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।

    MORE NEWS – “গভর্নর যাঁকে বলেছিলেন তিনিই শপথ নিচ্ছেন, তাহলে এত নাটক করার কী দরকার” বললেন দিলীপ ঘোষ।

    Today Kolkata:- গভর্নর যাঁকে বলেছিলেন তিনিই শপথ নিচ্ছেন তাহলে এত নাটক করার কী দরকার ছিল ফালতু জটিলতায় পড়েন কেন ওনারা বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ সকালে খড়গপুরে প্রাতর্ভ্রমণ ও চা চক্রে বেরিয়ে এ কথা বললেন দিলীপ ঘোষ। এছাড়াও দিনকে দিন বেড়ে চলা খড়্গপুরে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় তিনি বলেন পুলিশ জানে কারা করছে। পুলিশ চাইলেই বন্ধ করতে পারবে। পুলিশিই বন্ধ করেছিল, পুলিশ চাইলে বন্ধ করতে পারে। তারা তো আকাশ থেকে পড়ছে না পাড়ার মধ্যে গিয়ে ছিনতাই করছে।এটা কী করে হতে পারে। যে টাকা নিয়ে আসছে তাঁর কাছে সাত লাখ টাকা আছে ব্যবসায়ীর কাছে এ কথা জানছে কী করে। এখানকার লোকেরাই সমস্ত খবর দিচ্ছে, পুলিশের সামনেই এসব হচ্ছে।পুলিশ জানে কারা করছে। তাহলে পুলিশ কেন বন্ধ করছে না। CONTINUE READING

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    বিজেপির বর্ষ পূর্তি অনুষ্ঠান একুশ সাল থেকে বাইশ সাল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments