More
    Homeখবরমেদিনীপুরেদুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো।

    মেদিনীপুরেদুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো।

    Today Kolkata:- বৃহস্পতিবার মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন হলে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিধবা ভাতা প্রদান এবং দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী এবং জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে জেলাশাসক, ডাক্তার রশ্মি কমল জানান, আজ জেলার ৩৫০ জন বিধবা মহিলার হাতে বিধবাভাতা প্রাপ্তির শংসাপত্র প্রদান করা হয়েছে। আগামীকাল জেলার ৭৮ হাজারের অধিক বিধবা মহিলার ব্যাঙ্ক একাউন্টে বিধবা ভাতার অর্থ পৌঁছে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান, নারী শক্তির হাতে ক্রয় ক্ষমতার অধিকার দিয়ে নারী স্বাধীনতা বৃদ্ধি করা হচ্ছে।মেদিনীপুরেদুয়ারে ,মেদিনীপুরেদুয়ারে

    মেদিনীপুরেদুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো।

    MORE NEWS – ভুট্টার জমিতে বোম ব্লাস্ট হয়, গুরুতর আহত এক শিশু কন্যা।

    মালদা:- ভুট্টার জমিতে বোম ব্লাস্ট হয় গুরুতর আহত এক শিশু কন্যা। চিকিৎসার জন্য আনা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদা জেলার রতুয়া থানার চাঁদমণি এলাকায়। আহত শিশু কন্যা খালেদা বেগম বয়স (৯) বছর। পরিবারে রয়েছে বাবা জালাল উদ্দিন শেখ মা ছবি বিবি। খালেদারা চার বোন এক ভাই। খালেদা পরিবারে ছোট। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বাড়ি থেকে এক কিলোমিটার দৌড়ে ভুট্টার জমিতে সে খেলতে যায়। সেই সময় হঠাৎই বোম ব্লাস্ট এর শব্দ শুনে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি সেখানে পৌঁছায় স্থানীয় ও পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে কর্মরত চিকিৎসকেরা স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। CONTINUE READING

    গভীর রাতে শোবার ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় দুই বোনকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে।

    বিজেপির বিধায়কদের উপর আক্রমণ ও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির জন্য বিজেপির দাসপুর থানা ঘেরাও বিজেপির।

    কলকাতার লালিত গ্রেট ইস্টার্ন হোটেলে উদ্বোধন হলো স্যামসাং কোম্পানির নতুন এ সিরিজের মোবাইল ফোন।

    আত্মনির্ভরশীল করতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে মাইনোরিটি লোন অনুমোদন পত্র তুলে দিলেন।

    নদীতে মাছ ধরতে গিয়ে মাছ ব্যবসায়িকের মৃত্যু ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments