More
    Homeখবরম্যাকাউটের মুকুটে জুড়ে গেল এক নতুন পালক

    ম্যাকাউটের মুকুটে জুড়ে গেল এক নতুন পালক

    ম্যাকাউটের মুকুটে জুড়ে গেল এক নতুন পালক। ভারতবর্ষে এই প্রথম কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ের সোলার এনার্জির জন্য স্টুডেন্টস চ্যাপ্টার শুরু করল ‘সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া ‘ . সোমবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই কর্মকান্ড শুরু হয়। এ দিন ম্যাকাউটের রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ‘সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া -র ডিজি (ডিরেক্টর জেনারেল ) এস এম আলি জানান, দেশের মধ্যে এই প্রথম কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ে এই স্টুডেন্টস চ্যাপ্টার হচ্ছে।

     

    গোটা বছর ধরেই এই কাজ চলবে। যেখানে ভিন রাজ্য এবং বিদেশ থেকে বক্তারা আসবেন এবং গোটা পৃথিবীতে কীভাবে সোলার এনার্জির চাহিদা এবং প্রয়োজন বাড়ছে সেটা সম্পর্কে অবহিত করবেন। পড়ুয়ারা হাতে কলমে কাজ শিখতে পারবেন। পাশাপাশি তিনি জানান, গোটা পূর্বভারতে ম্যাকাউট হবে এই সোসাইটির রিজিওনাল সেন্টার। এর ফলে পূর্ব ভারতে এই সোসাইটির কাজ চলবে ম্যাকাউটকে কেন্দ্র করে. সে কারণেই ম্যাকাউটের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র বলেছেন, “আজকের দিন ঐতিহাসিক দিন।

    আরও পড়ুন – ফের বিজেপিতে ভাঙন পূর্ব মেদিনীপুরে

    ম্যাকাউটের ছাত্রছাত্রী এবং গোটা সমাজ এই পদক্ষেপের ফলে উপকৃত হবে. ” ১৯৭৮ সালে তৈরী হওয়া ‘সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া ‘-র প্রেসিডেন্ট প্রফুল পাঠক জানান, তাদের উদ্দ্যেশ্য আগামী ৩০ বছরের জন্য সোসাইটিকে সুরক্ষিত রাখতে পড়ুয়াদের মধ্যে সবুজায়ন এবং সৌরশক্তির গুরুত্ব বোঝাতে হবে. সেটাই আমাদের মূল উদ্দ্যেশ্য। আর এক্ষেত্রে ম্যাকাউট হবে সেই স্থান যেখান থেকে পূর্ব ভারতের অর্থাৎ উত্তর পূর্ব থেকে শুরু করে ওডিশা পর্যন্ত রাজ্যে ম্যাকুটকে কেন্দ্র করে এই কর্মকান্ড চলবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments