More
    Homeখবররাজমিস্ত্রি কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।

    রাজমিস্ত্রি কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।

    মালদা:- রাজমিস্ত্রি কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদা জেলার হবিবপুর থানার আইহো ছাতিয়ান গাছি এলাকায়। মৃত শ্রমিকের নাম তাপস মন্ডল বয়স (১৮) বছর। বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের দোলমালপুর এলাকায়। পরিবারে রয়েছে বাবা ভগিরথ মন্ডল, মা হীরা মণ্ডল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালেও অন্যান্য শ্রমিকের সাথে আইহো ছাতিয়ান গাছি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসে। প্রায় দশ ফুট উঁচু প্রাচীর এর পাশেই গর্ত করছিলেন। গর্ত খোরার সময় হঠাৎই প্রাচীর ভেঙে তার শরীরের উপরে পড়ে যায়।

    স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাস্পাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই শ্রমিককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা শ্রমিককে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্রমিকের পরিবার সহ গোটা গ্রামে।

    রাজমিস্ত্রি কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।

    MORE NEWS –  মগরাহাটে জোড়া খুন,সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করা হয়েছে।

    Today Kolkata:- মগরাহাট ও অস্থির সীমান্তবর্তী এলাকা মগরাহাটের শেরপুর গ্রাম খুন হন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন কর্মরত সিভিক পুলিশ কর্মী, তাদেরকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ওই দুই ব্যক্তির নাম বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, পুলিশ সূত্রে খবর টাকাপয়সা সংক্রান্ত নিয়েই খুন হলে হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। স্থানীয় সূত্রে জানা গেছে, যে বিল্ডিং ম্যাটেরিয়াল সেজন্য টাকা দিয়েছিল ওই মৃত দুই ব্যক্তি বিল্ডিং মেটারিয়ালস এর মালিক ছিলেন জানে আলম ওই জানে আলাম। টাকা ফেরত দেয়ার নাম করে ওই দুই ব্যক্তিকে দেখেন তারপরেই তাদেরকে গোডাউনে ডেকে প্রথমে গুলি করে। তারপরে মৃত্যু সুনিশ্চিত করতে চপার দিয়ে কুপিয়ে খুন করে। CONTINUE READING

    হুগলীর শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের উপরে দীর্ঘদিন ধরে রেল ব্রিজ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে নেই কোনো সংস্কার, এই দাবীতে বিক্ষোভ কর্মসূচী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments