More
    Homeঅনান্যরাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। বাদ পড়লো না হুগলিও।

    রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। বাদ পড়লো না হুগলিও।

    Today Kolkata:- রাজ্যের বিভিন্ন জায়গায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। একদিনে আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। সেই ছবি ধরা পড়লো হুগলিতেও। হুগলি জেলার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে জেলায় প্রায় তিন থেকে চার হাজার মানুষ জ্বরে আক্রান্ত। সংক্রমণ দেখা গিয়েছে প্রায় তিন থেকে চারশো জনের মধ্যে। বৈদ্যবাটির চোদ্দ নাম্বার ওয়ার্ডের একাংশ মানুষ ভুগছে ডেঙ্গি আতঙ্কে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নর্দমা এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল জমে আছে। সেই জমা জলে হচ্ছে বিভিন্ন ধরণের পোকামাকর। ফলত বাচ্ছাকাচ্ছা নিয়ে বসবাস করায় যথেষ্ট আশঙ্কায় আছেন তারা। তারা আরও জানান একাধিকবার পৌরসভাকে জানানোর পরেও কোনো ফল পাননি। একাধিক প্রতিশ্রুতি দিলেও সেই মত কোনো কাজ হয়নি।

    রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। বাদ পড়লো না হুগলিও।

    Karnataka State Police চাকরির বয়স বাড়ানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ , চাকরি প্রার্থীকে ‘চড়’ মারলেন পুলিশকর্মী।

    Jalpaiguri Medical College and Hospital চালু’ মেডিক্যাল কলেজ উদ্বোধন করতে চলেছেন মোদী।

    CBI vs Partha Chatterjee দুর্নীতিতে সামিল না হলেই অপসারণ করতেন পার্থ : সিবিআই

    MORE NEWS – আগামী তিন সপ্তাহের জন্য হাঁটা নিষেধ ইমরানের।

    চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন সপ্তাহের জন্য হাঁটা বারণ ইমরান খানের (Imran Khan)। আপাতত তিন সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷ হাসপাতাল সূত্রে এমনই জানানো হয়েছে৷ পাকিস্তানের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান খানের নেতৃত্বে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ সেই টিমের নজরদারিতে থাকবেন তিনি৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের শরীরে মোট তিনটি বুলেটের ক্ষত ছিল৷ পা বুলেটবিদ্ধ হয়েছিল৷ সেই কারণেই চলাফেরার অসুবিধার জন্য তাঁকে আপাতত বেডরেস্টে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক৷ CONTINUE READING

    MORE NEWS – আগামী সপ্তাহে বঙ্গে ফের নিম্নচাপের সম্ভাবনা।

    যেন পিছু ছাড়তে চাইছে না। ফের নিম্নচাপের ভ্রুকুটি। কালীপুজোর পর থেকেই তাপমাত্রা ক্রমশ নিম্নগামী। আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে। পূর্বাভাসের একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে শেষের দিক থেকে জেলায় শীতের আমেজ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে। শ্রীলঙ্কার কাছাকাছি এর উৎপত্তি স্থল হতে পারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments