More
    Homeঅনান্যকেমন কাটছে রতুয়ার পেটেল টানা ভ্যান চালকদের জীবনযাত্রা।

    কেমন কাটছে রতুয়ার পেটেল টানা ভ্যান চালকদের জীবনযাত্রা।

    Today Kolkata:- কেমন কাটছে রতুয়ার পেটেল টানা ভ্যান চালকদের জীবনযাত্রা। নতুন কিছু আসতে কোথাও যেন হারিয়ে যায় সেই পুরাতন দিনগুলো। তেমনটাই ঘটছে যেন প্রবীণ ভ্যান চালকদের জীবনে।বর্তমান সময়ে ঝকঝকে ব্যাটারি চালিত গাড়ির রমরমাই কোথাও যেন হারিয়ে গিয়েছে সেই পেটেল টানা ভ্যানের কদর যার ফলে কাজ হারিয়েচ্ছে অনেক ভ্যান চালকেরা। এখন সে প্যাটেল টানা ভ্যানের খুব কম চাহিদা থাকার ফলে যেন তাদের আর নামতে দেখা যায় না রাস্তায়। উল্লেখ্য কিছুদিন ফিরে দেখলে দেখা যেত বছরের পর বছর যাতায়াত এবং মাল পরিবহনের জন্য এই পেটেল টানিত ভেনের উপরেই ভরসা করতেন সাধারণ মানুষ। কিন্তু এখন সময়ের সাথে তাল মিলিয়ে এবং প্রযুক্তির অগ্রগতিতে ব্যাটারি চালিত টোটো অটোর দাপটে তাদের রোজগার প্রায় শূন্য বলে চলে খালি হাতেও ফিরে যেতে হয়।

    অনেকদিন মালদা জেলার রতুয়া ১ নং ব্লকের রতুয়া ট্যাক্সি স্ট্যান্ডে পাশে জায়গাটি জানা যেত ভ্যান স্ট্যান্ডের নামে। এক সময় প্রায় ৪০ থেকে ৫০ খানা পেটেল টানিত ভ্যান দাঁড়িয়ে থাকতো নিত্যদিন। সে জায়গায় বর্তমান সময় সে জায়গায় মাত্র কয়েকজন ভ্যান চালককেই দেখতে পাওয়া যায়, সে জায়গায় বর্তমান বাজারে রমরমা টোটো এবং অটোল। এখুন ভেনচালকদের মধ্যে মধ্যে অনেকে বাড়তি রোজগারের তাগিদে বদলেছে নিজের পেশা কিন্তু এখনো কিছু ফ্যান চালক টাকার অভাবে বদলাতে পারেনি নিজের সেই পেশা। এরম অবস্থায় যারা এখনো এই কাজের সাথে যুক্ত তাদের নুন আনতে পান্তায় ফুরই অবস্থা এমনটাই জানিয়েছেন রতুয়ার একজন ভ্যান চালক।

    কেমন কাটছে রতুয়ার পেটেল টানা ভ্যান চালকদের জীবনযাত্রা।

    MORE NEWS – আগামী তিন সপ্তাহের জন্য হাঁটা নিষেধ ইমরানের।

    চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন সপ্তাহের জন্য হাঁটা বারণ ইমরান খানের (Imran Khan)। আপাতত তিন সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷ হাসপাতাল সূত্রে এমনই জানানো হয়েছে৷ পাকিস্তানের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান খানের নেতৃত্বে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ সেই টিমের নজরদারিতে থাকবেন তিনি৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের শরীরে মোট তিনটি বুলেটের ক্ষত ছিল৷ পা বুলেটবিদ্ধ হয়েছিল৷ সেই কারণেই চলাফেরার অসুবিধার জন্য তাঁকে আপাতত বেডরেস্টে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments