More
    Homeখবরশিক্ষিকারা নিজেদের আন্দোলনের সাথে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে জরিয়ে ফেলছে, উদয়ন গুহ

    শিক্ষিকারা নিজেদের আন্দোলনের সাথে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে জরিয়ে ফেলছে, উদয়ন গুহ

    Today Kolkata:-   শিক্ষিকারা নিজেদের আন্দোলনের সাথে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে জরিয়ে ফেলছে, উদয়ন গুহ। বকেয়া ডিএ দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে শুক্রবার দিনভর দিনহাটার বিভিন্ন সরকারি অফিস ও স্কুলগুলিতে গিয়ে সকাল থেকেই বনধ্ ভাঙতে যান তৃণমূল নেতৃত্ব। শুক্রবারেই কর্মসূচির নেতৃত্ব দেন উওরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবীর সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, সাধারণ সম্পাদক সুদেব কর্মকার, সম্পাদক পুলক বোস, বিজু দাস সহ অন্যান্য নেতৃত্ব।

     

    এদিন মন্ত্রী সবার প্রথমে দিনহাটা শহরের জ্ঞানদা দেবী গার্লস হাইস্কুলে যান। এবং টিচার্স রুমে ঢুকেই শিক্ষিকাদের কাছে ছাত্রীদের গড় হাজিরার কারণ জানতে চান। যদিও উপস্থিত শিক্ষিকারা জানান তারা স্কুলে এসেছে ছাত্রীরা আসেননি কেন তা তাদের জানা নেই। যদিও উদয়ন গুহ এই দাবি মানতে চাননি। তিনি বলেন, শিক্ষিকারা নিজেদের ডিএ এর দাবি নিয়ে আন্দোলনের সাথে ছাত্রীদের ভবিষ্যৎকে জরিয়ে ফেলছে। স্কুলের শিক্ষিকারা ঘুরিয়ে বনধ্ সমর্থন করছেন।

     

    নিজেদের স্বার্থ দেখতে গিয়ে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছেন।যদিও জ্ঞানদা দেবী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সমর্পিতা চক্রবর্তী জানান, এধরণের অভিযোগ ভিওিহীন। আমাদের শিক্ষিকারা সকলেই স্কুলে এসেছিলেন। ছাত্রীরা কেনো আসেনি তা তাদের জানা নেই। এদিন একইরকমভাবে দিনহাটা হাইস্কুল ও স্টেশনপাড়া শরনার্থী বিদ্যালয়েও যান তিনি।এবং ছাত্ররা থাকলেও শিক্ষক না থাকার কারণ জানতে চেয়ে সেখানে রীতিমত মন্ত্রী অনুগামীরা ধমক দিয়ে শিক্ষকদের ডেকে ডেকে সই করায়।

    আরও পড়ুন – অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্যসরকার,একগুচ্ছ নির্দেশিকা জারি

    উল্লেখ্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে এদিন ধর্মঘটের ডাক দেয় উনিশটি কর্মচারী সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ।এদিন সামগ্রীকভাবে বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রী উপস্থিতির হার ছিলো তুলনামূলকভাবে কম।সেইসাথে অফিসগুলিও কার্যত ফাঁকা। এদিন বন্ধের সমর্থনে আন্দোলন করে আসা এসইউসিআই কর্মী সমর্থকদের অফিস ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। উদয়ন গুহ নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা বন্ধের বিরোধিতা করে প্রতিবাদে সরব হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments