More
    Homeপশ্চিমবঙ্গসর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক, ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ, 'প্রথম' ৭৯ জন

    সর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক, ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ, ‘প্রথম’ ৭৯ জন

    সর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক। এই প্রথম ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। তাও আবার পরীক্ষা না দিয়েই।যদিও তাতে খুব একটা অবাক নয় শিক্ষা মহল। তাঁদের বক্তব্য, করোনাভাইরাস পরিস্থিতিতে একটাও পরীক্ষা হয়নি। পুরোটাই অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে হয়েছে। ফলে পাশের হার যে বৃদ্ধি পাবে, তা স্পষ্ট ছিল।

    শুধু তাই নয়, এবার মাধ্যমিকে ৭৯ জন প্রথম হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সর্বোচ্চ নম্বর উঠেছে ৬৯৭। গতবার সর্বোচ্চ নম্বর ছিল ৬৯৪।

    পরিসংখ্যানে মাধ্যমিক

    • মাধ্যমিকের ফর্ম জমা করেছিল ১০,৭৯,৬৯৯ জন পড়ুয়া।
    • ছাত্রের সংখ্যা ৪,৬৫,৮৫০। ছাত্রীর সংখ্যা ৬,১৩,৮৪৯। গতবারও ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এবার সেই ব্যবধান আরও বেড়েছে।
    • পাশের হার ১০০ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৬.৩৪ শতাংশ।
    • সর্বোচ্চ নম্বর ৬৯৭। অনেকে সেই নম্বর পেয়েছে। ৭৯ জন প্রথম হয়েছে। গতবার সর্বোচ্চ ৬৯৪ নম্বর পেয়েছিল একজন। প্রথম হয়েছিল পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের অরিত্র পাল।
    • প্রথম বিভাগে উত্তীর্ণ ৯০ শতাংশ।

    কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে?

    ১)www.wbbse.wb.gov.in

    ২) wbresults.nic.in

    ৩) www.exametc.com

    ৪) www.indiaresults.com

    ৫) www.results.shiksha

    কীভাবে মাধ্যমিকের ফলাফল জানা যাবে?

    ১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।

    ২) ‘WBBSE class 10 results’ লিঙ্কে ক্লিক করতে হবে।

    ৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

    ৪) ‘Submit’-এ ক্লিক করতে হবে।

    ৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

    ৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

    অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার উপায়?

    Google Play অথবা www.results.shiksha থেকে ‘Madhyamik Result 2021’ অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। সেখান থেকে বিনামূল্যেই ফল জানা যাবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments