More
    Homeখবরহাওড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩

    হাওড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩

    Today Kolkata:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের বরুন্দা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কোলাঘাটমুখী একটি দীঘাগামী বাসের সামনের চাকা ফেটে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে কলকাতাগামী লেনে। তখনই কলকাতামুখী একটি চারচাকা গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। মৃত্যু হয় ওই গাড়ির তিন আরোহীর।

     

    ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। মৃতদেহ গাড়ি থেকে বের করতে না পারায় গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় দেহগুলি। ক্রেনের সাহায্যে বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। এই দুর্ঘটনায় ওই বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনকে উলুবেড়িয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একটি অংশে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে।

    Sujay Bhadra “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    উল্লেখ্য, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের বরুন্দা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, কোলাঘাটমুখী একটি দীঘাগামী বাসের সামনের চাকা ফেটে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে কলকাতাগামী লেনে। তখনই কলকাতামুখী একটি চারচাকা গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। মৃত্যু হয় ওই গাড়ির তিন আরোহীর।

     

    ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। মৃতদেহ গাড়ি থেকে বের করতে না পারায় গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় দেহগুলি। ক্রেনের সাহায্যে বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। এই দুর্ঘটনায় ওই বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনকে উলুবেড়িয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একটি অংশে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments