More
    Homeখবরহোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের।

    হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের।

    Today Kolkata:- হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের। নিউ দিঘায়। মৃত যুবকের নাম আব্দুল আলিম (২২)। বাড়ি নিউ ব্যারাকপুর থানার বদাইয়ে। পেশায় কারখানা শ্রমিক আলিম শুক্রবার বন্ধুদের সঙ্গে দিঘায় আসেন। ১৩ জনের ওই দলে বেশ কয়েকজন পড়ুয়াও রয়েছে। নিউ দিঘার একটি হোটেলে উঠেছিল তারা। মৃতের বন্ধু আশিক, বাবুসোনা, মহিম, সোয়েব বলে, আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন কি ঘটেছে ঠিক জানি না। ভোর সাড়ে চারটা নাগাদ সূর্যোদয় দেখতে যাওয়ার জন্য উঠি। আলিমকে ডাকতে গিয়ে দেখি ও ঘরে নেই। খোঁজাখুঁজি করে নীচে পড়ে থাকতে দেখি।’ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের।

    MORE NEWS – যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার দেহ ছিন্নভিন্ন হয়ে গেল।

    মালদা:-  যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার দেহ ছিন্নভিন্ন হয়ে গেল। শনিবার দুপুরে মালদা শহরের মালঞ্চপল্লী রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটলেও, ওই বৃদ্ধার দেহের অংশ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। পরে জিআরপি এবং রেলপুলিশের কর্তারা এসে ওই বৃদ্ধার ছিন্নভিন্ন হওয়া দেহ উদ্ধার করে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম ঝাপানি মন্ডল (৯০)। তার বাড়ি মালঞ্চপল্লী এলাকায়। এদিন মেয়ের সঙ্গে দেখা করে রেল লাইন টপকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন চলে আসে। এবং ওই বৃদ্ধাকে ধাক্কামারাতেই তার শরীরের একটি অংশ ইঞ্জিনে সামনের আটকে যায়। আর দেহের অংশ মালঞ্চপল্লী এলাকা থেকে, CONTINUE READING

    MORE NEWS – গ্রামীণ হাসপাতালের ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর।

    মালদা:- ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অমৃতি নিয়ামারপুরের কৃষ্ণনগর এলাকায়। মৃত স্বাস্থ্যকর্মীর নাম পিকান্ত মন্ডল বয়স (২৫) বছর। পরিবারে রয়েছে বাবা রাকেশ মণ্ডল। পিকান্ত স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালের গ্রুপডির স্বাস্থ্যকর্মী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে অন্যান্য দিনের মত বাড়িতে ইলেকট্রিক মোটর দিয়ে জল তোলার কাজ করছিলেন। সেই সময় হঠাৎই তার হাতে কারেন্ট লেগে যায় বলে জানা যায়। স্থানীয়রা তার চিৎকারে ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments