More
    HomeখবরAam aadmi party ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি...

    Aam aadmi party ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর প্রতিনিধি দল।

    মালদাঃ- এবারে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর (Aam aadmi party) প্রতিনিধি দল উল্লেখ্য, মানিকচক মথুরাপুর শংকরটোলা এলাকায় কয়েকদিন আগে বাঁধে হঠাৎ ভাঙ্গন দেখা যায়। আতঙ্কিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা।তৎপরতার সাথে ভাঙ্গন রোধের কাজ শুরু করে সেচ দপ্তর। শনিবার দুপুর নাগাদ ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে আসেন আম আদমি পাটীর প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন আপ নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গোলাম মুস্তাফা,ভোলা চৌধুরী, সাজিরুদ্দিন সেখ,আব্দুল বারিক সহ অনান্যরা। বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধ আটকানো অসম্ভব। তাই স্থায়ীভাবে পাথর দিয়ে ভাঙ্গন রোধের কাজের দাবি করেন। পাশাপাশি বালির বস্তা দিয়ে অতি নিম্নমানের কাজ হচ্ছে অভিযোগ আপ নেতৃত্ব।

    Aam aadmi party ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর প্রতিনিধি দল।

    Doctor day সমাজ সেবী অজয় মিস্ত্রি গ্রামের মানুষদের জন্য দৃষ্টান্তমূলক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

    Gourbanga University গৌড়বঙ্গের নবীনবরণ নিয়ে অভিযোগ খারিজ করলেন খোদ অভিযোগকারী।

    Online admission, রাজ্যপালের টুইট, ত্রিপুরায় তৃণমূলকে নিয়ে অভিনন্দন যাত্রা সম্বন্ধে কথোপকথন।

    MORE NEWS – বিতর্কে আবাস যোজনা তদন্তে কেন্দ্রের ২ প্রতিনিধি দল।

    পিএম আবাস যোজনা কে বাংলা আবাস যোজনা (Awas yojana gramin) বলে চালাচ্ছে রাজ্য, এমন অভিযোগ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ তদন্তে আসলো কেন্দ্রের ২ জনের একটি প্রতিনিধি দল। আবাস যোজনায় যে বাড়িগুলি তারা পরিদর্শন করলেন বেশির ভাগ বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লেখা থাকলেও সেটা মাত্র ৩-৪ দিন আগে বোর্ড লাগানো হয়েছে, CONTINUE READING

    MORE NEWS – রাজ্য সড়কের পাশে রাস্তার নীচে উল্টে গেল স্কুল বাস।

    রাজ্য সড়কের পাশে রাস্তার নীচে উল্টে গেল স্কুল বাস (Malda School Bus)। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগাই খুদেদের। শনিবার দুপুর আড়াইটা নাগাদ মালদহে ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। স্কুল বাসটি দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে প্রায় ৩০ জন। তাদের মধ্যে তেরো জনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল বাসটি। পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা বাসটিতে ছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments