More
    Homeঅনান্যBharat Express আরও অত্যাধুনিক সুবিধা নিয়ে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

    Bharat Express আরও অত্যাধুনিক সুবিধা নিয়ে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

    Today kolkata:- ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগে নতুন রূপে সেজে উঠছে বন্দে ভারত এক্সপ্রেস (Bharat Express)। আসতে চলেছে অত্যাধুনিক কোচ সম্পন্ন একেবারে ঝকঝকে ট্রেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া নতুন রেক নিয়ে এই ট্রেন আসছে ১২ আগস্ট। জানা গিয়েছে, বন্দে ভারত ট্রেনগুলির এমন তৃতীয় ট্রেন নতুন কোচ, নতুন রূপে দেখা যাবে। ইতিমধ্যেই চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে এ নিয়ে শুরু হয়েছে আরও বেশি তৎপরতা। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতি মাসে সেখানে ৬টি রেক তৈরি করার ক্ষমতা রয়েছে। বর্তমানে জোরকদমে চলছে কাজ। আর তাই তা ৭ থেকে ১০টি করার চেষ্টা চলছে। এবার জেনে নেওয়া যাক নয়া বন্দে ভারতে আরও কী কী সুবিধা থাকছে। নতুন বন্দে ভারত ট্রেনে মাঝে থাকছে নন ড্রাইভিং ট্রেলার কোচ। এটি অনেকটা ইএমইউয়ের মতো। আগের থেকে অনেক বেশি গতিতে এটি গন্তব্যে পৌঁছবে।

    মাত্র ১৪০ সেকেন্ডে ট্রেনটি পৌঁছবে ১৬০ কিলমিটার। এর আগে এই দূরত্ব যেতে সময় নিত ১৪৫ সেকেন্ড। এছাড়া ইমার্জেন্সি ইলেক্ট্রিসিটি সংযোগ আগের থেকে এই ট্রেনে অনেক বেশি উন্নত। কোচের বাইরে থাকছে ৪ টি প্ল্যাটফর্ম সাইট ক্যামেরা ও রিয়ার ভিউ ক্যামেরাও। ট্রেনে জীবাণুমুক্ত বাতাসের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউভি ল্যাম্পের ব্যবস্থা। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে থাকছে এরোসল ফায়ার সাপ্রেশন সিস্টেম। আগে এই কোচে থাকত শুধু স্মোক ডিটেকশন। কিন্ত এখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গেই ট্রেনে ব্যবস্থা নেওয়া যাবে। থাকছে অনেক বেশি সংখ্যক ইমার্জেন্সি জানলা। ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা সহজেই ট্রেনের বাইরে বের হতে পারবেন।

    Bharat Express আরও অত্যাধুনিক সুবিধা নিয়ে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

    MORE NEWS – গ্যাস সিলিন্ডারের নীচে কেন ছিদ্র থাকে জানেন?

    বর্তমানে অধিকাংশ বাড়িতেই গ্যাসে রান্না (LPG Cylinder) করা হয়। প্রতিমাসে বাড়িতে আনা গ্যাস সিলিন্ডার দেখতে কেমন হয়, তা হয়তো পরিবারের সবচেয়ে ছোট সদস্যও জানে। আমরা বড়োরাও দেখেছি যে, গ্যাস সিলিন্ডারের (LPG) নীচে কিছু ছিদ্র থাকে। ঠিক নীচে, যা সিলিন্ডারের (LPG) সম্পূর্ণ ওজন বহন করে। তবে কখনো কি ভেবে দেখেছেন কেন এই গর্তগুলো শক্ত সিলিন্ডারে থাকে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments