More
    Homeরাজ্যBREAKING: নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার ফিরহাদ-শোভন-সুব্রত-মদন

    BREAKING: নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার ফিরহাদ-শোভন-সুব্রত-মদন

    দিনকয়েক আগেই চার্জশিটে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। নারদকাণ্ডে আজই চার্জশিট দাখিল করা হবে। সেজন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রের এমনই খবর মিলেছে।

    সোমবার সকালে চেতলায় ফিরহাদের বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিতরেও চলে যান তাঁরা। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট করা হয়নি। কিছুক্ষণ পর বাহিনীর ঘেরাটোপে বাড়ি থেকে বেরিয়ে এসে ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল।’ ফিরহাদ দাবি করেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ।

    তারইমধ্যে ফিরহাদের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সিবিআইয়ের গাড়ির সামনে শুয়ে পড়েন তাঁরা। গাড়ি থেকে নেমে তৃণমূলকর্মীদের শান্ত করেন ফিরহাদ। সেই পরিস্থিতির মধ্যে ফিরহাদকে গাড়িতে বসিয়ে নিজাম প্যালেসে উদ্দেশে রওনা দেয় সিবিআইয়ের গাড়ি। চেতলা সেন্ট্রাল রোডে বাঁশ ফেলে বিক্ষোভ শুরু করেন তৃণমূলকর্মীরা। সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাঁরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments