More
    Homeঅনান্যChikungunya virus infection সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডোনা।

    Chikungunya virus infection সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডোনা।

    Today Kolkata:- Chikungunya virus infection চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় নবমীর রাতে কলকাতার উডল্যাণ্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। আপাতত তাঁকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার রাতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন ওড়িশি নৃত্যশিল্পী ডোনা। সঙ্গে গায়ে ব্যথা, গাঁটে গাঁটেও অসম্ভব ব্যথা ছিল। শরীরে র‌্যাশও দেখা যায়। সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে চিকুনগুনিয়া ধরা পড়ে তাঁর। এরপর নবমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বুধ ও বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান সৌরভ। এদিন দুপুরে সব পরীক্ষা নীরিক্ষার ফল আশানুরূপ দেখে তার পরই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে হাসপাতাল থেকে ছাড়া হবে ডোনাকে।

    Chikungunya virus infection সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডোনা।

    Kabir Suman টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা কবীর সুমনের।

    Thailand থাইল্যান্ডে গুলিতে নিহত ২২ শিশু সহ ৩৪ জন, আত্মঘাতী বন্দুকবাজ।

    MORE NEWS – ফিফা বিশ্বকাপে হিন্দিতে গান গাইবেন নোরা।

    এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন ভারতের তারকা নোরা ফাতেহি। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিয়োতে আত্মপ্রকাশ করতে চলেছেন। জানা গিয়েছে, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি। গানের পাশাপাশি নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে নোরাকে। অনুষ্ঠানে শেষ গানও তিনিই গাইবেন। অবাক করার ব্যাপার হল, গান গাইবেন হিন্দিতে! যা ফিফার ইতিহাসে এই প্রথম। CONTINUE READING

    MORE NEWS – মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আচমকাই হড়পা বানে ভেসে গেলেন বহু মানুষ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টা নাগাদ জলপাইগুড়ির মালবাজারে (Jalpaiguri Malbazar)। ওই ঘটনায় প্রান হারিয়েছেন অন্তত ৭ জন। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বহু লোকের সামগম ঘটে। নিরঞ্জনের ঘাট এর চারদিকে দাঁড়িয়েছিলেন অসংখ্য দর্শনার্থী। প্রতিমা নিয়ে আসা ট্রাকগুলিকেও নদীর ধারে রাখা হয়েছিল। সেই সময় আচমকাই আসে হড়পা বান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments