More
    Homeঅনান্যFIFA World Cup2022 ফিফা বিশ্বকাপে হিন্দিতে গান গাইবেন নোরা।

    FIFA World Cup2022 ফিফা বিশ্বকাপে হিন্দিতে গান গাইবেন নোরা।

    Today Kolkata:- FIFA World Cup2022 এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন ভারতের তারকা নোরা ফাতেহি। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিয়োতে আত্মপ্রকাশ করতে চলেছেন। জানা গিয়েছে, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি। গানের পাশাপাশি নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে নোরাকে। অনুষ্ঠানে শেষ গানও তিনিই গাইবেন। অবাক করার ব্যাপার হল, গান গাইবেন হিন্দিতে! যা ফিফার ইতিহাসে এই প্রথম। ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে এই গান তৈরি করেছে রেড ওয়ান সংস্থা। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানও প্রযোজনা করেছিল তারা।

    এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে আইটেম গানে ঝলক দেখাচ্ছেন নোরা ফাতেহি।  হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন এই গ্ল্যামার কুইন। ভারত ছাড়িয়ে তার পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এবার বড় এক প্রাপ্তি যোগ হতে যাচ্ছে ‘দিলবারখ্যাত’ পারফরমারের ক্যারিয়ারে। ২০১৮ সালের ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে তাঁর নাচ সেই সময় ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছিল।  এরপর ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন তিনি। যা দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে।

    FIFA World Cup2022 ফিফা বিশ্বকাপে হিন্দিতে গান গাইবেন নোরা।

    Jalpaiguri Malbazar মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    Dada Saheb Falke “দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

    MORE NEWS – থাইল্যান্ডে গুলিতে নিহত ২২ শিশু সহ ৩৪ জন, আত্মঘাতী বন্দুকবাজ।

    ভয়াবহ ঘটনায় রক্তাক্ত থাইভূমি। স্তম্ভিত গোটা বিশ্ব। এক বন্দুকধারী দুষ্কৃতীর ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। এদের মধ্যে ২২ টি শিশু রয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। গণহত্যার এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে। বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের উত্তরপূর্ব প্রদশের একটি ক্রেশে। এই ঘটনার পর আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ। থাই সংবাদমাধ্যম সূত্রের খবর, থাইল্যান্ডের উত্তরপূর্বে নং বুয়া লম্ফু শহরে অবস্থিত ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ ঢুকে এলোপাথারি গুলি চালান পানিয়া খামরাব নামে প্রাক্তন এক পুলিশ আধিকারিক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments