More
    Homeঅনান্যMobile-TV not use এই গ্রামে প্রতিদিন দুই ঘন্টা নিষিদ্ধ মোবাইল-টিভি ব্যবহার।

    Mobile-TV not use এই গ্রামে প্রতিদিন দুই ঘন্টা নিষিদ্ধ মোবাইল-টিভি ব্যবহার।

    Today Kolkata:- Mobile-TV not useমোবাইল বা টিভির মাধ্যমে আমরা অজানাকে জানতে বা দেখতে পারি। এমনকী, বিশ্বের যে কোনও প্রান্তে ঘটে যাওয়া কোনও ঘটনা মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় প্রতিটি মানুষের কাছে। অথচ এই মোবাইল বা টিভিই বহু ক্ষেত্রে মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সামাজিকতা শিঁকেয় উঠেছে। আগের মতো পড়শিদের খোঁজ খবর রাখার সময় নেই প্রতিবেশীদের। অত্যাধুনিক তথ্য-প্রযুক্তির সাফল্যে চেনা পরিবেশ যেন অচেনা হয়ে উঠেছে। তাই ফের সামাজিকতা ফেরাতে, নবীন প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা শেখাতে দিনে দুই ঘন্টার জন্য টিভি দেখা ও মোবাইল ব্যবহারের উপর এখন থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রতিদিন সন্ধে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকবে।

    জানা গিয়েছে, গ্রামবাসীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে কর্নাটক-মহারাষ্ট্র সীমান্ত লাগোয়া সাংলির বদগাঁও গ্রামে প্রশাসন সূত্রে জানা যায়, এই নিষেধাজ্ঞা কঠোরভাবে পালনের জন্য গ্রামের মন্দিরের চূড়ায় লাগানো হয়েছে লাউডস্পিকার। প্রতিদিন সন্ধ্যা সাতটা ও রাত ন’টায় লাউডস্পিকারে বাজানো হয় বিশেষ সতর্ক সঙ্কেত। বদগাঁওয়ের গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় মোহিতঃর মতে, ‘করোনাকালে পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য অভিভাবকরা স্মার্টফোন কিনে দিতে বাধ্য হয়েছিলেন। কিন্ত সেই স্মার্টফোনের অপব্যবহার হচ্ছে। সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকে অধিকাংশ পড়ুয়া। যা তাদের সব ক্ষেত্রেই ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সামাজিক কর্তব্যবোধের সময়টুকু যেন তারা পায় না।

    Mobile-TV not use এই গ্রামে প্রতিদিন দুই ঘন্টা নিষিদ্ধ মোবাইল-টিভি ব্যবহার।

    Carnival Kolkata red road কার্নিভাল উপলক্ষে একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল।

    Pollution Certificate দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল।

    Corona Virus Report স্কুলের পোশাকেও বাসা বাঁধে করোনা ভাইরাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

    Uttar Pradesh news রোগীর পেট কেটে উদ্ধার ৬৩টি চামচ, তাজ্জব চিকিৎসকরা।

    তাই নবীন প্রজন্মের পাশাপাশি বয়স্করাও যাতে টিভি দেখায় বুঁধ হয়ে না থেকে পাড়া-পড়শিদের সঙ্গে মেলামেশা করেন, মূলত সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে, তা সরেজমিনে দেখতে প্রতিদিন কর্নাটক ও মহারাষ্ট্রের বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা হাজির হচ্ছেন বদগাঁওয়ে। তাঁদের আশা, বদগাঁওয়ের মানুষ যে দৃষ্টান্ত তৈরি করেছেন, একদিন গোটা দেশের মানুষ তা অনুসরণ করবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments