More
    Homeঅনান্যHaridevpur event টার্গেট ছিল অয়নের মোবাইল হাতিয়ে নেওয়া, পরিকল্পনা করেই কি খুন?

    Haridevpur event টার্গেট ছিল অয়নের মোবাইল হাতিয়ে নেওয়া, পরিকল্পনা করেই কি খুন?

    Today Kolkata:- Haridevpur event হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের খুনের কিনারায় নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা। এই খুন পূর্ব পরিকল্পিত কিনা, ইতিমধ্যেই তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
    সূত্রের খবর, নিহত অয়নের মোবাইল ফোন হাতিয়ে নেওয়াই ছিল অভিযুক্তদের টার্গেট। এর কারণ হিসেবে দাবি করা হয়েছে, ওই মোবাইলে ছিল অয়নের বান্ধবী ও তার মায়ের সঙ্গে থাকা ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও। যা নিয়েই গত কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল। ওই মোবাইলে থাকা ভিডিও দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করেছিল অয়ন। এমন তথ্য প্রাথমিক ভাবে জেরাতেও উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। যা অন্যতম কারণ হতে পারে এই খুনের ঘটনার বলেও মনে করছে পুলিশ। তাহলে কি খুনের দিন ওই ফোন নিয়েই হাতাহাতি হয়েছিল? এই প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারীদের।

    পুলিশ জানিয়েছে, অয়নের বান্ধবীর বাড়ির দোতলায় যেখানে তাঁর মৃত্যু হয়, সেখানে নমুনা সংগ্রহ করতে গিয়ে রক্তের দাগ বা ছাপ পাননি ফরেন্সিক বিশেষজ্ঞরা। খুনের পর ঘটনাস্থল জল দিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল বলে দাবি পুলিশের। তাহলে কি মারার উদ্দেশ্য নিয়েই ডাকা হয়েছিল অয়নকে? উঠেছে এই প্রশ্নও। উল্লেখ্য, দশমীর রাতে অয়নকে ডেকে পাঠানো হয়েছিল তাঁর বান্ধবীর বাড়িতে। সেখানে বচসা, হাতাহাতির পর কয়েকজন মিলে তাঁকে মারধর করেছিল বলে দাবি পুলিশের। ইটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অয়নের। এরপর দেহ লোপাট করতে নেপালগঞ্জের কাছে জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছে পুলিশ। এমনকী, অয়নের মোবাইল ফোনও ফেলে দেয় অভিযুক্তরা। ঘটনার নেপথ্যে পৌঁছতে অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হয় বলে পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত উঠে আসা তথ্য প্রমানে জোর দিতে চাইছে পুলিশ।

    Haridevpur event টার্গেট ছিল অয়নের মোবাইল হাতিয়ে নেওয়া, পরিকল্পনা করেই কি খুন?

    MORE NEWS – সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড রোডে।

    রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল (Carnival Durga Puja2022)। শনিবার অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটে। রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভালের অনুষ্ঠান। কিন্তু এদিন অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাঁকজমকভাবে সাজানো হয় রেড রোড। চারিদিকে আলোর মালা। কার্যত চাঁদের হাটে পরিণত হয়েছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরা, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments