More
    Homeঅনান্যMahalaya মহালয়ার ভোরে দুর্গা রূপে ঋতুপর্ণা, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

    Mahalaya মহালয়ার ভোরে দুর্গা রূপে ঋতুপর্ণা, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

    Today kolkata:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর অপেক্ষায় চলছে প্রহর গোনা। দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘মহালয়া’ (Mahalaya)। টিভির পর্দায় মহালয়ার প্রচার ঝলক যত এগিয়ে আসে ততই যেন উৎসাহ বাড়তে থাকে। প্রতিবছর মা দুর্গার চরিত্রে দেখা মেলে নতুন নতুন অভিনেত্রীদের। দর্শকদের মনে প্রতি বছরই প্রশ্ন জিইয়ে রাখে চ্যানেল কর্তৃপক্ষ। কে হবেন এই বছরের দুর্গা? তাই দিন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে এই প্রশ্ন। কোন অভিনেত্রীকে কোন চ্যানেলে দুর্গা রূপে দেখা যাবে? এই বছর ‘মহালয়া’ বাঙালি দর্শকদের জন্য থাকছে বিশেষপ্রাপ্তি, প্রথমবার ছোটপর্দায় দশভূজার অবতারে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা যাচ্ছে, এবার নাকি কালার্স বাংলার মহালয়াতে দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

    মহালয়া স্পেশ্যাল পর্বের নাম ‘দেবি দশমহাবিদ্যা’। ইতিমধ্যেই প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর।প্রথম ঝলকেই চমকে দিলেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, লাল বেনারসি পরিহিতা ও গা ভর্তি সোনার অলংকার। কপালে শোভা পাচ্ছে ত্রিনয়ন। আলতা রাঙা হাতে ধরে রয়েছেন মহাদেবের দেওয়া অস্ত্র ত্রিশূল। এই বছর কালার্স বাংলার দেবী-বন্দনা ঋতুপর্ণা ছা়ড়া আর কাদের দেখা যাবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে চ্যানেলের লিডিং লেডিরাও যে ‘দেবী দশমহাবিদ্যা’র অংশ হবেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। মহিষাসুর কে হবেন, সেইদিকে নজর থাকবে দর্শকদের।

    Mahalaya মহালয়ার ভোরে দুর্গা রূপে ঋতুপর্ণা, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

    Health Care পুজোর আগে মুখের কালো দাগ নিয়ে চিন্তিত! মেনে চলুন তিনটি ঘরোয়া টোটকা।

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    MORE NEWS – মনসা প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে, দক্ষিণ দিনাজপুরের কুমোরটুলিতে এখন শুধুই ব্যস্ততা৷

    কথায় বলে বাঙালিদের  বারো মাসে তেরো পার্বণ৷ এরমধ্যে মনসা পূজা, বিশ্বকর্মা পূজা এবং দুর্গাপূজা অন্যতম৷ এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি৷ সামনেই মা মনসা পূজা৷ তারপর বিশ্বকর্মা৷ এরপর শুরু দুর্গা পূজার কাউডাউন৷ উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার Kumortule কুমোরপাড়ায় মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরীর কাজে৷ একদিকে মা মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, অন্যদিকে দূর্গাপূজা৷ প্রসঙ্গত, চলতি মাসের ১৭ তারিখে মনসা পূজা তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমোর পাড়ার, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments