More
    HomeখবরMalda মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ।

    Malda মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ।

    মালদা, ২১ এপ্রিল:-  মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ পেয়ে তদারকি শুরু করলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট পুরসভা ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস পুরসভার বিজ্ঞাপন বিভাগের দায়িত্বে রয়েছেন। শহরের দৃশ্য দূষণের বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে বিস্তর অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার তৃণমূল কাউন্সিলর পূজা দাস বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। বিগত দিনে পুরসভার অধীনস্থ জায়গাগুলিতে বিজ্ঞাপনের রয়েছে কিনা, বা সেগুলির পরিকাঠামোগত কী ধরনের ব্যবস্থা রয়েছে কারো খোঁজ-খবর নেন কাউন্সিলর। এমনকি যারা বিজ্ঞাপনের দিয়েছেন, সেসব ক্ষেত্রে পুরসভাকে কোনরকম কর দেওয়া হচ্ছে কিনা এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়েই এদিন কাউন্সিলর পূজা দাস তদারকি চালান। Malda মালদা শহরের,Malda মালদা শহরের

    ইংরেজবাজার পুরসভার বিজ্ঞাপন বিভাগের দায়িত্বে থাকা তৃণমূল কাউন্সিলর পূজা দাস জানিয়েছেন , শহরের বিভিন্ন এলাকায় পুরসভার যেগুলি জায়গা রয়েছে, সেখানে যত্রতত্র বিজ্ঞাপনের হোডিঙয়ে ভরে গিয়েছে । ঝড়, বৃষ্টির মধ্যেও অনেক জায়গার হোডিং ভেঙে পড়েছে। সেইসব বিজ্ঞাপনের হোডিং দেওয়ার ব্যবস্থা গুলি ঠিকঠাক করতে হবে। এছাড়াও যে সব বিজ্ঞাপনের মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। অথচ এখনও শহরের পুরসভার জায়গাতে বিজ্ঞাপনের হোডিং রয়েছে, সেগুলি এদিন তদারকি করে দেখা হচ্ছে। পুরকর ফাঁকি দিয়ে এভাবে বিজ্ঞাপনে হোডিং শহরে দেওয়া যাবে না। তাছাড়াও মানুষের দৃশ্য দূষণ রোধের ক্ষেত্রেও অভিযোগ উঠে আসছে। সেগুলি এদিন খতিয়ে দেখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    Malda মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ।

    MORE NEWS – Medinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    Today Kolkata:- মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে  হারিয়েছেন গিতারানী হাজরাকে। তার মৃত্যুবার্ষিকী কিছুটা ব্যতিক্রমভাবেই পালন করলেন তার আত্মীয় স্বজনেরা। গিতারানী হাজরার পুত্র, কন্যারা ও পুত্রবধূ, নাতনী মিলে বৃহস্পতিবার টিম জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চ সংস্থার সহযোগিতায় কর্ণগড় সংলগ্ন  বালিজুড়ি এলাকায় 20 জন দুস্থ মহিলাকে শাড়ী প্রদান ও মিষ্টি মুখ করিয়েছেন। মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের ভুরিভোজ না দিয়ে অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে কিছু  তুলে দিয়ে তাদের মুখে একটু ফোটা হাসি ফুটিয়ে  স্বর্গীয় মাকে তারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছেন। হাজরা পরিবারের পক্ষ থেকে উপস্থিতছিলেন বড় কন্যা মৌসুমী হাজরা,ছোট কন্যা শ্রাবণী অধিকারী, ছোট জামাই প্রবীর অধিকারী, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments