More
    HomeখবরMedinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    Medinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    Today Kolkata:- মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে  হারিয়েছেন গিতারানী হাজরাকে। তার মৃত্যুবার্ষিকী কিছুটা ব্যতিক্রমভাবেই পালন করলেন তার আত্মীয় স্বজনেরা। গিতারানী হাজরার পুত্র, কন্যারা ও পুত্রবধূ, নাতনী মিলে বৃহস্পতিবার টিম জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চ সংস্থার সহযোগিতায় কর্ণগড় সংলগ্ন  বালিজুড়ি এলাকায় 20 জন দুস্থ মহিলাকে শাড়ী প্রদান ও মিষ্টি মুখ করিয়েছেন। মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের ভুরিভোজ না দিয়ে অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে কিছু  তুলে দিয়ে তাদের মুখে একটু ফোটা হাসি ফুটিয়ে  স্বর্গীয় মাকে তারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছেন। হাজরা পরিবারের পক্ষ থেকে উপস্থিতছিলেন বড় কন্যা মৌসুমী হাজরা,ছোট কন্যা শ্রাবণী অধিকারী, ছোট জামাই প্রবীর অধিকারী, ছোট ছেলে চন্দন হাজরা, পুত্র বধূ সম্প্রীতি হাজরা,নাতনী ছোট্ট নাতনি অদ্রিজা হাজরা। বালিজুড়ী গ্রামের মা শীতলা ক্লাব  অনুষ্ঠানটি  পরিচালনা করে।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গল মহল উত্তরণ ঐক্যমঞ্চের কর্নধার জগন্নাথ পাত্র, চন্দন সিং মেদিনীপুরের বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা,প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সায়ন ব্যানার্জী ও তার স্ত্রী। Medinipur মেদিনীপুরের , Medinipur মেদিনীপুরের

    Medinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    MORE NEWS – শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়।

    বালুরঘাট:-  শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়। এলাকায় বিদ্যালয়ের সুনাম দীর্ঘ দিন থেকেই রয়েছে। কিন্তু আছে স্কুল, আছে পড়ুয়া, আছে স্কুল ভবন, কিন্তু অভাব শুধু শিক্ষকের। তাই স্কুলের সুনাম বজায় রাখাই এখন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুল কর্তিপক্ষকে। জানা গেছে তুলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়ে থাকে। দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত শিক্ষক, স্থায়ী শিক্ষক না থাকার অভাবে ভুগছে এই স্কুল। অথচ এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৬০০ জন। পারমানেন্ট শিক্ষক আছেন মাত্র ২ জন। সাথে রয়েছে ২ জন কম্পিউটর শিক্ষক। CONTINUE READING

    বিগত কয়েক বছর ধরে সাট্টারি গ্রামে মাছের শুটকি তৈরি করছেন কিছু ব্যবসায়ী।

    মহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দু’দিনব্যাপী খাদ্য ও বস্ত্র বিতরণ।

    Amit Shah অমিত শাহর রাজ্য সফরের আগে, টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি।

    SBI – এর গাড়ি ও বাড়ির ঋণের সুদ হলো মহার্ঘ। লোনে শূন্য দশমিক দশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments