More
    Homeখবরলোন নিয়ে গাড়ি কিনে 45 হাজার টাকার চেক বাউন্স হওয়ায় শোরুমের মধ্যেই...

    লোন নিয়ে গাড়ি কিনে 45 হাজার টাকার চেক বাউন্স হওয়ায় শোরুমের মধ্যেই মেরে ঝুলিয়ে দিলো শোরুম কর্তৃপক্ষ।

    Today Kolkata:- বারাসাতের ছোট জাগুলিয়া বাসিন্দা সাদ্দাম হোসেন এস কে বাজাজের শোরুম নৈহাটি থেকে একটি গাড়ি ক্রয় করে কুড়ি দিন আগে। ফাইন্যান্স এর মাধ্যমে গাড়িটি কেনে। লোনের কিস্তি বাবদ সাদ্দাম 45000 টাকার একটি চেক দেয় কোম্পানিকে কিন্তু সেই চেকটি বাউঞ্চ হয়ে যায় তারপর সাদ্দাম কে ডেকে পাঠায় নৈহাটি শোরুম। মঙ্গলবার বিকেলে সেখানে আসে সাদ্দাম হোসেন তখন তাকে কেন চেক বাউন্স হলো এ নিয়ে চাপ সৃষ্টি করতে থাকে। বেধড়ক মারধর করা হয় বলে সাদ্দাম ফোন করে তার বন্ধুদের জানায়। বন্ধুদের বলে টাকা নিয়ে যেন তারা তাড়াতাড়ি এখানে আসে না হলে তাকে মেরে দেবে। আজ সাদ্দামের বন্ধু বান্ধব ও পরিবারের লোকজন শোরুমে এলে জানতে পারে সে আত্মহত্যা করেছে শো রুমের মধ্যেই। পরিবারের দাবি সাদ্দামকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে শোরুম এর মধ্যেই। নৈহাটি থানার পুলিশ এসে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়। নৈহাটি থানা থেকে খবর দেওয়া হয় বাড়িতে এরপর পরিবারের লোকজন থানায় আছে।লোন নিয়ে গাড়ি,লোন নিয়ে গাড়ি

    লোন নিয়ে গাড়ি কিনে 45 হাজার টাকার চেক বাউন্স হওয়ায় শোরুমের মধ্যেই মেরে ঝুলিয়ে দিলো শোরুম কর্তৃপক্ষ।

    MORE NEWS – উত্তর ২৪ পরগনার পাতুলীয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

    Today Kolkata:- উত্তর ২৪ পরগনার পাতুলীয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ কারী তৃণমূল কর্মী মনোজ মুহুরীর অভিযোগ ১৭ তারিখ পাতুলীয়া বাজারের সামনে দাঁড়িয়ে তিনি সোমনাথ বলে এক ব্যাক্তির সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় পাতুলীয়া আবাসনের তৃণমূল কংগ্রেস সভাপতি আশিষ চক্রবর্তীর ও তার দলবল এসে তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালায় রাস্তায় ফেলে ব্যাপক মারধর চালায় রাস্তায় হেচড়াতে হেচড়াতে নিয়ে যায়। যদিও অভিযোগকারীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল নেতা আশিষ চক্রবর্তী ঘটনার সময়ের একটি সিসি টিভি ফুটেজ দিয়ে বলেন সেই সময় উপস্থিত ছিলেন না। মনোজ মুহুরী এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, CONTINUE READING

    মহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    তীব্র দহন থেকে অবশেষে মুক্তির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস।

    পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments