More
    Homeঅনান্যManik Bhattachariya চোর' স্লোগান, মানিককে জুতো দেখিয়ে আদালত চত্বরে বিক্ষোভ।

    Manik Bhattachariya চোর’ স্লোগান, মানিককে জুতো দেখিয়ে আদালত চত্বরে বিক্ষোভ।

    Today Kolkata:- ব্যাঙ্কশাল আদালত চত্বরে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) লক্ষ্য করে উঠল চোর স্লোগান। জুতো হাতে প্রতিবাদ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ঘিরে এভাবে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। উত্তেজিত হয়ে ওঠেন সাধারণ মানুষও। সোমবার রাতেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠায় ইডি৷ টানা প্রায় ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। গভীর রাত পর্যন্ত চলে জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিককে। মঙ্গলবার জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করে ইডি। আদালতে নিয়ে যেতেই তুমুল বিক্ষোভ শুরু হয়। মানিককে দেখে ‘চোর, চোর’ স্লোগান ওঠে। চলে জুতো দেখিয়ে বিক্ষোভ। মানিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরাও।

    বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ, নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালরাও। সজল ঘোষ বলেন, ‘‘চোরকে চোর বলা হচ্ছে, কোনও অন্যায় করা হয়নি। জুতো নিয়ে মারতে এসেছিলাম। কিন্ত নিরাপত্তা থাকায় মারতে পারিনি। আফসোস নিয়ে ফিরে যাচ্ছি।’’ অন্যদিকে, মানিকের ফোনে রহস্যময় সাঙ্কেতিক একটি নাম RK. এই আরকে-এর পরিচয় পেতে মরিয়া ইডি। এই বিষয়ে ইডি-র দাবি সেই মোবাইল নম্বর থেকেই নম্বর বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে তৈরি সংশোধিত তালিকা এসেছিল মানিক ভট্টাচার্যের কাছে৷ কারণ মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন৷ যদিও এই বিষয়ে মানিক ভট্টাচার্য জিজ্ঞাসাবাদের সময় কোনও সদুত্তর দেননি বলে জানিয়েছেন ইডির আধিকারিকদের। আরকে’ নামে এই ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি কোন উপরমহলের থেকে এই বেআইনি মেধা তালিকার অনুমোদন এসেছিল, সেই তথ্যও জানার চেষ্টা করছেন ইডি কর্তারা৷

    Manik Bhattachariya চোর’ স্লোগান, মানিককে জুতো দেখিয়ে আদালত চত্বরে বিক্ষোভ।

    MORE NEWS – বছরে দু’বার নিয়োগ! ‘টেট’ নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদ সভাপতির।

    টেট উত্তীর্ণদের জন্য সুখবর। এখন থেকে প্রাইমারিতে বছরে দু’বার শিক্ষক নিয়োগ করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। টেট পরীক্ষা নিয়ে একাধিক তথ্য দিলেন তিনি।এদিন বৈঠকে তিনি বলেন, “আমি চাইব এই বছরের মধ্যেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক। জানুয়ারি মাসে ফের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।” অসন্তোষ প্রকাশ করে এও জানিয়েছেন, টেট নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments