More
    Homeঅনান্যSuper Cyclone Sitrang কালীপুজোর মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন সিত্রাং।

    Super Cyclone Sitrang কালীপুজোর মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন সিত্রাং।

    Today Kolkata:- Super Cyclone Sitrang উৎসবের মধ্যেও প্রকৃতির রোশানাল থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। দুর্গাপূজাতেও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এবার দীপাবলির আগেই রাজ্যে ঘূর্ণাবর্তের আশঙ্কা জোড়ালো হচ্ছে। ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের অনুমান, ঘূর্ণিঝড় আমফান যেসব এলাকায় আঘাত হেনেছিল, এবারের আসন্ন ঝড়ও সেসব জায়গায় আছড়ে পড়তে পারে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল তছনছ করতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার নামের ক্রম অনুযায়ী থাইল্যান্ড এইবারের ঝড়ের নাম দিয়েছে ‘সিত্রাং’। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ‘সিত্রাং’-এর কারণে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ ৯৪১ মিলিবার পর্যন্ত নেমে যেতে পারে। বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত।

    ঝড়ের ফলে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও সাইক্লোন আদৌ এই মুহূর্তে তৈরি হবে কিনা, তা নিয়ে এখন পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।  সাইক্লোনের প্রভাবে কালীপুজোর দিন ২৪ অক্টোবর তাণ্ডব হবে নাকি, সেই প্রসঙ্গে এখনও কোনও স্পষ্ট পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস। বুধবার সকাল থেকে কলকাতায় রৌদ্রজ্জ্বল ঝলমলে আকাশ দেখা যাবে। তবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

    Super Cyclone Sitrang কালীপুজোর মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন সিত্রাং।

    Laxmi bhandar দেশের সব মহিলাই যেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, লক্ষ্মীপুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার।

    Dada Saheb Falke “দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

    Kurhmi Samaj অবশেষে রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা।

    Carnival Durga Puja 2022 সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড রোডে।

    আজ থেকে উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গ এদিনও ভারী বৃষ্টিতে ভাসবে৷ তবে উত্তরবঙ্গের সব জেলাতেই এদিনও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ দিন তামিলনাড়ু, রায়লসীমাতে এবং আগামী ২ দিনে কর্নাটকে ভারী বৃষ্টি হতে পারে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments