More
    Homeঅনান্যPrimary TET বছরে দু'বার নিয়োগ! 'টেট' নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদ সভাপতির।

    Primary TET বছরে দু’বার নিয়োগ! ‘টেট’ নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদ সভাপতির।

    Today Kolkata:- Primary TET  টেট উত্তীর্ণদের জন্য সুখবর। এখন থেকে প্রাইমারিতে বছরে দু’বার শিক্ষক নিয়োগ করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। টেট পরীক্ষা নিয়ে একাধিক তথ্য দিলেন তিনি।এদিন বৈঠকে তিনি বলেন, “আমি চাইব এই বছরের মধ্যেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক। জানুয়ারি মাসে ফের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।” অসন্তোষ প্রকাশ করে এও জানিয়েছেন, টেট নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে। এই সংক্রান্ত অনেক ইস্যু বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। ২০১৪, ২০১৭ সালের সকল টেট উত্তীর্ণরা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে তিনি সব গ্রুপের সঙ্গে কথাও বলেছেন।

    Primary TET পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

    উল্লেখ্য, ২০১৪-এ ২০ লক্ষের বেশি টেট পরীক্ষা দিয়েছিলেন। ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জন উত্তীর্ণ হয়েছিলেন। আর নিয়োগের জন্য ১.১৮ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছেন। অন্যদিকে, ২০২০-২১ এ ১৬৫০০ জনের নিয়োগের শূন্যপদ দিয়েছিল সরকার। ১৩৬৮৫ জনকে এম্প্যানেলেড করা হয়েছিল। এদের মধ্যে চাকরিতে যোগ দেন ১৩৫৬৪ জন। আগামী ২ বছরের মধ্যে কোনও টেট পাশ করা প্রার্থী বসে থাকবেন না। এই আশ্বাস দিয়েছেন তিনি। ২১ ডিসেম্বর রিক্রুটমেন্ট শুরু। এর পরেও যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে তিনি তদন্তের মুখোমুখি হতে রাজি বলে স্পষ্ট জানিয়েছেন। তাঁর মতে তবে টেট পাস করা মানে চাকরি করা, এটা ঠিক নয়।

    Primary TET বছরে দু’বার নিয়োগ! ‘টেট’ নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদ সভাপতির।

    Manik Bhattachariya রাতভর জেরার পর গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য

    MORE NEWS – অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী।

    গরু পাচারকাণ্ডে ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই। সাপ্লিমেন্টারি চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে মোট ৯৫ জনের। তার মধ্যে শতাব্দী রায়ের নাম রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শতাব্দীর বয়ান রেকর্ড করার পরেই তার নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। মোট ৯৫ জন সাক্ষীর মধ্যে ৪৬ নম্বরে রয়েছে বীরভূমের সাংসদের নাম৷ সিবিআই-এর পক্ষ থেকে চার্জশিটে দাবি করা হয়েছে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments