More
    HomeখবরMonmohan Singh মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড় রাজ্য...

    Monmohan Singh মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি।

    Today Kolkata:- মনমোহন সিং (Manmohan Singh) প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ফেসবুক (Facebook) পোস্টে তোলপাড়। দায়িত্বজ্ঞানহীনের মতো অপকীর্তি, নাম না করে দলেরই মহাসচিবকে ধিক্কার কুণাল ঘোষের। গতকাল বিকেলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে মনমোহন সিংহের মৃত্যুসংবাদ সংক্রান্ত একটি পোস্ট হয়। পরে যদিও সেটি মুছে ফেলা হয়েছে। কিন্তু যাচাই না করে এভাবে দলের শীর্ষস্তরের নেতা কীভাবে ফেসবুকে এমন পোস্ট করলেন, তা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন কুণাল ঘোষ। Monmohan Singh,Monmohan Singh

    Monmohan Singh মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি।

    MORE NEWS – ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে নিয়ে চলাচলের রাস্তা সমস্যায় এলাকাবাসী।

    মালদাঃ- ব্রিজের কাজ হলেও ব্রিজের উপর ফুটপাতে নিয়ে চলাচলের রাস্তা সমস্যায় এলাকাবাসী, মালদা নালাগোলা রাজ্য সরকারকের আইহো ব্রিজ এক অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার। এই ব্রিজে উপর দিয়ে দৈনিক বাস সহ ছোট বড় যানবাহন নিয়ে প্রায় দুই তিনশো গাড়ি সারাদিনে চলাচল করে এর মাধ্যমে রয়েছে আইহো ব্রিজে ভুমিকা বড় দৈনিক বাজার, স্কুল জন্য চলাচল করে বিভিন্ন জায়গায় মানুষ। প্রতিদিন স্কুল সহ বাজার বিভিন্ন কাজে আসতে হয় সাধারণ মানুষকে তার মধ্যে দেখা গিয়েছে ২০ থেকে ২৫ দিন ধরে পরে রয়েছে আইহো ব্রিজের ওপর পরে রয়েছে এদিক সেদিক হয়ে ব্রিজের ওপরের কেটে ফেলা অংশ। ব্রিজের ব্যারিকেড করে রাখা হয়েছি সেই ব্যারিকেড গুলি ব্রিজের ওজন কমাতে কেটে ফেলা হয় বলে জানা গিয়েছে। CONTINUE READING

    MORE NEWS – ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ, মাথায় হাত চাষিদের।

    মালদাঃ- ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ।মাথায় হাত চাষিদের। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি মাঠে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কুশিদা, রাজল, ভগবানপুর, বিঝোট, বাগমারা, দৌলা ও গজকাটা এলাকার প্রায় শতাধিক কৃষক। স্থানীয় সূত্রে খবর,গমের নাড়া পোড়াতে গিয়েই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বিঘা গমের জমি। দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা‌ নিয়ন্ত্রণ করতে পারেননি। CONTINUE READING

    করনদীঘিতে বাইকের ধাক্বাতে প্রান গেল আদিবাসী যুবকের।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments