More
    Homeঅনান্যMukesh Ambani মুকেশ অম্বানীর পরিবারকে হুমকি দিয়ে আট বার ফোন! আটক ১।

    Mukesh Ambani মুকেশ অম্বানীর পরিবারকে হুমকি দিয়ে আট বার ফোন! আটক ১।

    Today Kolkata:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আটবার ফোন করা হয়েছে বলে অভিযোগ।আট বার ফোন করে এই হুমকি দেওয়া হয় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে আটক করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ফোনে হুমকি দেওয়া হয় যে, কয়েক ঘণ্টার মধ্যে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতির গুরুত্ব দেখে পুলিশও সতর্ক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আট বার হুমকি ফোন আসে। রিপোর্টে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আম্বানি পরিবারের উদ্দেশে হুমকি দিয়ে বলে যে তিন ঘণ্টার মধ্যে বড় কিছু ঘটতে চলেছে। কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

     মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা বলেছেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের নম্বরে ফোন করা হয়। তদন্ত চলছে। “অন্যদিকে ‘মিড ডে’কে হাসপাতালের সিইও চিকিৎসক তারাং গিয়ানচান্দানি জানিয়েছেন, ‘‘ মুকেশ অম্বানীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পরই মুম্বই পুলিশে আমরা অভিযোগ দায়ের করেছি।’’ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে অনেকের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে। বাড়ানো হতে পারে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, সোমবার স্ত্রী ও পৌত্রের সঙ্গে স্বাধীনতা দিবস উদ্‌‌যাপন করতে দেখা গিয়েছে মুকেশকে। গত বছর ফেব্রুয়ারিতে মুম্বইয়ে অম্বানীর বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ওই ঘটনায় গাড়ির ভিতর থেকে ২০টি বিস্ফোরক পদার্থ ‘জিলেটিন’ পাওয়া গিয়েছিল।

    Mukesh Ambani মুকেশ অম্বানীর পরিবারকে হুমকি দিয়ে আট বার ফোন! আটক ১।

    MORE NEWS – “উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন” শুভেন্দু।

    নিম্নচাপ ও কোটালের জোড়া ফলার জেরে দুর্যোগের মুখে সাগর, কাকদ্বীপ, বকখালি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। রবিবার বেলা বাড়তেই বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়ে। উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। ব্যাপক জলোচ্ছ্বাসের জেরে সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘী সহ একাধিক এলাকায় বাঁধ উপচে জল ঢুকে পড়ে গ্রামে। নিমেষেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সাগরের মুড়িগঙ্গা নদীর জল বাড়ায় কচুবেড়িয়া ভেসেল ঘাট সংলগ্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments