More
    Homeখবরনির্মলার নেতৃত্ব জিএসটি কাউন্সিলের মিটিং, কী কী সিদ্ধান্তের সম্ভাবনা বৈঠকে?

    নির্মলার নেতৃত্ব জিএসটি কাউন্সিলের মিটিং, কী কী সিদ্ধান্তের সম্ভাবনা বৈঠকে?

    Today Kolkata:- অনুষ্ঠিত হতে চলেছে ৪৮ তম জিএসটি কাউন্সিলের মিটিং। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে শনিবার হবে মিটিং। চলতি অর্থবর্ষের সম্ভবত এটিই শেষ জিএসটি কাউন্সিলের বৈঠক। অর্থাৎ বাজেট পেশের আগে এটিই শেষ বৈঠক হতে পারে জিএসটি কাউন্সিলের। তাই এই বৈঠকের দিকে নজর রয়েছে সকলেরই। উল্লেখ্য, এর আগে শেষ জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছিল ২৮ এবং ২৯ জুন চণ্ডিগড়ে।

    সূত্রের খবর, এই বৈঠকে করের হার পরিবর্তন, অপরাধের ক্ষেত্রে আপিল করার জন্য ট্রাইবুনালের গঠনের বিষয় ছাড়াও ক্যাসিনো, অনলাইন গেমিং-এর উপর জিএসটি আরোপ নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, জিএসটি কাউন্সিলের ৪৭ তম বৈঠকে শুল্ক পরিবর্তন এবং ছাড় সংশোধনের বিষয়ে মন্ত্রীদের দেওয়া রিপোর্ট গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পাশাপাশি দই, লস্যি, বাটার, মিল্ক প্যাকেজজাত এবং লেবেলযুক্ত খুচরো পণ্যগুলি জিএসটির আওতায় আনা হয়েছিল। এই বৈঠক থেকে কী কী বিষয় উঠে আসে, তাই নিয়ে অপেক্ষায় সবাই।

    নির্মলার নেতৃত্ব জিএসটি কাউন্সিলের মিটিং, কী কী সিদ্ধান্তের সম্ভাবনা বৈঠকে?

    আপাতত জারি হচ্ছে না পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এমনই মত রাজনৈতিক মহলের।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু , দিলীপ বাণে বিদ্ধ শুভেন্দু , বঙ্গ বিজেপিতে প্রকট গোষ্ঠীকোন্দল।

    আবাস যোজনা নিয়ে বড় আপডেট, ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়া গ্রামের তালিকা ফের যাচাই সমীক্ষার।

    শেষবার স্বামীকে দেখেনে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি ও ৫০ লাখ টাকা চায় সিবিআই! দাবি পরিবারের।

    MORE NEWS – “পর্ষদ কিছু করতে না পারে তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে” – কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির দাবি, অবিলম্বে ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ। বেআইনিভাবে নিযুক্তদের নিয়োগ বাতিল না হলে প্রয়োজনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এজলাসে হাজিরার নির্দেশের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানি চলাকালীন এসএসসিকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কার সুপারিশে চাকরি পেলেন? কে কে সুপারিশ করেছিলেন? জুনিয়র নাকি সিনিয়র পি সি সরকারের হাতের জাদুতে নম্বর বাড়ল?” এদিন নিয়োগ বাতিল করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কমিশন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments