More
    Homeঅনান্যPuja special train পুজোর মুখে দুই প্রিয় সৈকত শহরে ফের চালু রেল!...

    Puja special train পুজোর মুখে দুই প্রিয় সৈকত শহরে ফের চালু রেল! দেখে নিন সময়সূচি…।

    Today Kolkata:- ‘দীঘা’ নামটি শুনলেই অধিকাংশ মানুষের মন যে আনন্দে নেচে ওঠে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, ভ্রমণ পিপাসুরা সময় পেলেই দীঘা ঘুরে আসেন। এবার তাঁদের জন্য অপেক্ষা করছে দারুণ একটি সুযোগ। আর কয়েক ঘণ্টা পরই রেলপথে ফের জুড়ে যাচ্ছে বাঙালির দুই প্রিয় সৈকত স্টেশন। সরাসরি দীঘা থেকে পুরী ট্রেনে যাতায়াত করা যাবে। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, পুরী থেকে দীঘা ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। ৬ আগস্ট থেকে এই পরিষেব চালু হবে। আর দীঘা থেকে পুরী ট্রেন পরিষেবা চালু হবে ৭ আগস্ট থেকে।(Puja special train) পুরী থেকে ট্রেন ছাড়বে শনিবার রাত ৯:০৫ মিনিটে। দীঘা এসে পৌঁছবে রবিবার সকাল ৬:৩৫ মিনিটে।

    আবার দীঘা থেকে ট্রেন ছাড়বে শনিবার বিকেল ৫:২৫ মিনিটে। পুরী পৌঁছে যাবে ওইদিনই রাত ২:৫৫ মিনিটে। একই সঙ্গে পুরী থেকে হাওড়া পর্যন্তও ট্রেন পরিষেবা চালু হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২ অক্টোবর থেকে চালু হচ্ছে এই পরিষেবা। এই পথে পুরী থেকে প্রতিদিন সকাল ৫:৪৫ মিনিটে ট্রেন ছাড়বে। হাওড়া পৌঁছবে দুপুর ১৩:৪৫ মিনিটে। আবার হাওড়া থেকে ট্রেন ছাড়বে দুপুর ২:১৫ মিনিটে। পুরী ট্রেন পৌঁছবে ওইদিনই রাত ৯:৫০ মিনিটে। পুজোর আগে এই পরিষেবা চালু হওয়ার খবরে পর্যটকরা বেশ খুশি। দিঘা বাঙালির কাছে আজও প্রথম ও প্রিয় গন্তব্য। আর পুজোর এমনিতেই ভিড় উপচে পড়ে। তাই যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই চালু রাখা হচ্ছে হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেন চালু থাকবে।

    Puja special train পুজোর মুখে দুই প্রিয় সৈকত শহরে ফের চালু রেল! দেখে নিন সময়সূচি…।

    Partha & Arpita জুতো কাণ্ডের পর বাড়ানো হল নিরাপত্তা, পার্থ-অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি।

    SSC recruitment notification অবশেষে ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র।

    এমনটাই ঘোষণা করেছে রেল। প্রতি সপ্তাহে সোম, শুক্র, শনি ও রবিবার এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। জানা গিয়েছে, হাওড়া থেকে 08001 স্পেশাল ট্রেনটি ছাড়বে দুপুর ২:৫৫ মিনিটে। দিঘা পৌঁছবে বিকেল ৫:৫৫ মিনিটে। আবার দিঘা থেকে হাওড়া আসার জন্য 08002 ট্রেন ছাড়বে সন্ধ্যে ৬:২৫ মিনিটে। হাওড়া পৌঁছবে রাত ৯:৪৫ মিনিটে। অর্থাৎ দেখতে দেখতে কিছুক্ষনের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments