More
    Homeঅনান্যED & Partha অর্পিতাকে চেনন না, ঘনিষ্ঠতাও নেই, ইডির জেরায় দাবি পার্থ’র।

    ED & Partha অর্পিতাকে চেনন না, ঘনিষ্ঠতাও নেই, ইডির জেরায় দাবি পার্থ’র।

    Today kolkata:- আজ শুক্রবার ফের আদালতে পেশ করার দিন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে। কারণ, এদিন শেষ হচ্ছে ইডি হেফাজতের মেয়াদ। সূত্রের খবর, এর মধ্যে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করেছেন ইডি আধিকারিকরা (ED & Partha)। তাতেও পার্থর কথায় স্পষ্ট অসঙ্গতির ছাপ। জেরার সময় অর্পিতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি তোমায় চিনি না, আবার হয়তো চিনি’। এমনই অদ্ভুত মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। অর্থাৎ তার দাবি, তিনি অর্পিতা মুখোপাধ্যায়কে চেনেন না! মাঝে মধ্যে দেখেছেন! শুক্রবার শেষ পার্থ ও অর্পিতার ইডি হেফাজত। এদিনই তাদের ফের ব্যাঙ্কশাল কোর্ট নিয়ে যাওয়া দিন। তার আগে দু’জনের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ঘিরে ধরেন সাংবাদিকরা। অন্যান্যবার সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দিলেও এদিন মুখে কুলুপ এঁটে থাকেন দু’জনেই। আপনি কি একে চেনেন? জেরায় অর্পিতাকে দেখিয়ে পার্থকে প্রশ্ন করেন ইডির আধিকারিকরা। জেরায় পার্থ নাকি জানিয়েছেন, তেমনভাবে চেনেন না। এরপরে ফের প্রশ্ন করা হয়, তাহলে কীভাবে চেনেন? এবার তার উত্তর ‘নাকতলার পুজোর সময় দেখেছি’।

    ED & Partha অর্পিতাকে চেনন না, ঘনিষ্ঠতাও নেই, ইডির জেরায় দাবি পার্থ’র।

    Health Care খাদ্যতালিকায় থাকা এই খাবারগুলি ডিপ্রেশন বাড়িয়ে দেয়, সাবধান হন এখনই।

    VIVO Mobile ২২১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ চিনা মোবাইল সংস্থা ভিভোর বিরুদ্ধে।

    Partha & Arpita জুতো কাণ্ডের পর বাড়ানো হল নিরাপত্তা, পার্থ-অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি।

    Corona virus update গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে এই ভাইরাস?

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    MORE NEWS – কলকাতায় ডেঙ্গুতে মৃত কিশোর! জরুরি বৈঠক নবান্নে।

    এক বিপদের রেশ টেনে ধরতে না ধরতেই আরেক বিপদ এসে হাজির হল। করোনা অতিমারী কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বাড়ছে ডেঙ্গুর (Dangue virus) প্রকোপ। বৃহস্পতিবারই শহরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক কিশোরের। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল কালীঘাট এলাকার ওই স্কুল পড়ুয়া। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ওই ঘিঞ্জি এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত ২২ জন। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। পরিস্থিতি পর্যালোচনা করতে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিন বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments