More
    Homeঅনান্যDeed "nakal" পার্থর কাছ থেকে উদ্ধার হওয়া সব ডিড নকল, দাবি প্রাক্তন...

    Deed “nakal” পার্থর কাছ থেকে উদ্ধার হওয়া সব ডিড নকল, দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর।

    Today kolkata:- ‘সবই নকল।” (Deed “nakal”) এই দাবি করে শুক্রবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি চলাকালীন জল্পনা বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাই তাঁর মক্কেলের জামিন মঞ্জুর করার আবেদন জানান তিনি।
    পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের কাছ থেকে বাড়ি বা অন্য কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। ঘুষ কাণ্ডের কোনও প্রমাণ মেলেনি। তাই তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায়কে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। তিনি এও বলেন, ‘তাঁকে ইতিমধ্যেই বিভিন্ন পদ থেকে সরানো হয়েছে। বাকি সব পদ থেকেও ইস্তফা দিয়ে চান তিনি। তবে পালানোর মানুষ নন পার্থ।’ এদিন আদালতে শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছেন, এখনও পর্যন্ত যে সব ডিড উদ্ধার করা হয়েছে, তা সবই নকল। ওই সব ডিড আসল কি না, তা তদন্ত সাপেক্ষ।

    যা তথ্য হিসাবে পেশ করা হয়েছে তা সত্যি কি না প্রমাণ করার দায় তাঁদের, যাঁরা তথ্য পেশ করেছেন। তাঁর মক্কেল ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। আইনজীবীর আরও দাবি, তাঁর ৭২ বছর বয়সী মক্কেল অসুস্থ। নিয়মিত মেডিক্যাল পরীক্ষার প্রয়োজন। অন্যদিকে, ইডির (ED) আইনজীবীর দাবি, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে অসহযোগিতা করছেন। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তদন্তে উঠে এসেছে আরও ৩ টি নতুন কোম্পানির কথা, খোঁজ মিলেছে একটি ট্রাস্ট ও আরও ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের। পার্থর জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত জানা গিয়েছে,  রায়দান স্থগিত।

    Deed “nakal” পার্থর কাছ থেকে উদ্ধার হওয়া সব ডিড নকল, দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর।

    Puja special train পুজোর মুখে দুই প্রিয় সৈকত শহরে ফের চালু রেল! দেখে নিন সময়সূচি…

    MORE NEWS – মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    চারদিনের সফরে বৃহস্পতিবার দিল্লি পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা ৪৬ এর বিমানে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee & Avishek) এদিন দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিন বিকেলের মধ্যেই তাঁরা পৌঁছে যাবেন রাজধানী। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এরপর দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আগামিকাল বিকেলে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments