More
    Homeঅনান্যRamkela Mela মালদার ঐতিহ্যবাহি রামকেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

    Ramkela Mela মালদার ঐতিহ্যবাহি রামকেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

    Today Kolkata:- মালদার ঐতিহ্যবাহি রামকেলার মেলার (Ramkela Mela) উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রন পত্রে নাম নেই ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর।প্রশাসনের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিধায়কের। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাক বিতন্ডা। যদিও শাসক দলের দাবি ধর্ম নিয়ে রাজনীতি নয়।এটা প্রশাসনের বিষয়।
    মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে 508 বছরের পুরনো মহাপ্রভু চৈতন্য দেবের আগমনের স্মরণে মালদার গৌড়ের রামকেলিতে শুরু হতে চলেছে রামকেলি মেলা।শাসক দলের জন প্রতিনিধিদের কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হলেও কার্ডে নাম নেই ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এই মেলা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের এলাকায় আয়োজিত হয়। অন্যান্য জায়গার বিধায়কদের ডাকা হলেও যেহেতু ইংরেজবাজারের বিধায়ক বিজেপি দলের সে কারণেই তাকে ডাকা হয়নি।

    শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ স্থানীয় শাসক দলের নেতা আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করে ও ভুল বুঝিয়ে এই ধরনের কাজ করছে। আর এতে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কলুষিত হচ্ছে। যদিও রাজ্যের প্রাপ্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বলেন,ধর্মীয় স্থান যে কোন মানুষ যেতে পারেন এখানে আমন্ত্রণ জানানোর কিছু নেই।এটা প্রশাসনের বিষয়। জেতার পর কোন সামাজক অনষ্ঠানে তাকে দেখা যয় না। এটা নিয়ে রাজনীতির কোন বিষয় নয়।আজ থেকে শুরু হতে চলেছে রামকেলি মেলা। বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া।তার আগেই শুরু হয়েছে এই বিতর্ক। যদিও প্রশাসন সুত্রে খবর বিধায়কের অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

    Ramkela Mela মালদার ঐতিহ্যবাহি রামকেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

    Rath Yatra হাতে গোনা আর ১৫ দিন বাকি জগন্নাথ দেবের রথযাত্রার।

    MORE NEWS – উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খরমুজাঘাট এলাকার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর।

    চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খরমুজাঘাট এলাকার ঘটনা। এলাকার কয়েকটি বাড়ি থেকে শাড়ি, জামা-কাপড়, আসবাবপত্র, মোবাইল চুরি করে পালাচ্ছিল ওই দু’জন। তখনই তাদের ধরে ফেলে বিক্রম সাহানি ও বিকি পাশমান নামে স্থানীয় দুই বাসিন্দা। পরে তাদের রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের খরমুজাঘাট এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে শাড়ি, জামা-কাপড়, আসবাবপত্র এবং মোবাইল চুরি হওয়ার ঘটনা ঘটছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments