More
    HomeখবরSatarup Ghosh সিপিএমের ‘হোলটাইমার’ , ২২ লাখের গাড়ি ! নির্বাচনী হলফনামা টেনে...

    Satarup Ghosh সিপিএমের ‘হোলটাইমার’ , ২২ লাখের গাড়ি ! নির্বাচনী হলফনামা টেনে শতরূপ ঘোষকে নিশানা কুণালের।

    Today Kolkata:- সিপিএম নেতা শতরূপ ঘোষের (Satarup Ghosh) সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নথিপত্র প্রকাশ করে তাঁর প্রশ্ন , সিপিএমের ‘হোলটাইমার’ হয়ে কী ভাবে এত দামি গাড়ি কিনলেন শতরূপ ?

    নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শতরূপ (Satarup Ghosh) জানিয়েছিলেন , তাঁর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কিছু বেশি। সেই হলফনামার ছবিও টুইটে প্রকাশ করেছেন কুণাল (Kunal Ghosh)। কুণাল টুইটে জানিয়েছেন, সম্প্রতি প্রায় ২২ লাখ টাকা খরচ করে একটি গাড়ি কিনেছেন শতরূপ (Satarup Ghosh)। এক লপ্তেই সেই গাড়ির দাম মিটিয়েছেন তিনি। নথি প্রকাশ করে শতরূপের গাড়ি কেনার প্রমাণও দিয়েছেন কুণাল।

    কুণালের প্রশ্ন, ‘‘সিপিএমের সর্বক্ষণের কর্মী হয়ে গাড়ি কেনার জন্য কী ভাবে এত টাকা খরচ করতে পারলেন শতরূপ (Satarup Ghosh) ?’’ এ বিষয়ে বিশদে জানার জন্য তৃণমূলের (Trinamool Congress) মুখপাত্র তথা দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন কুণাল। কুণাল টেনে এনেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। ওই নির্বাচনে কসবা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন শতরূপ।

    সিপিএমের ‘হোলটাইমার’ , ২২ লাখের গাড়ি ! নির্বাচনী হলফনামা টেনে শতরূপ ঘোষকে নিশানা কুণালের।

    Suvendu Adhikari সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা ! শীর্ষ আদালতের কাছে বিশেষ আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    Government Employee “পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি ?” – বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আরও সুর চড়ালেন সরকারি কর্মচারীদের একাংশ।

    Ayan Shil বৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তির কাছ থেকেও টাকা চাওয়ার অভিযোগ শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের বিরুদ্ধে।

    MORE NEWS – টিকিটের জন্য হাহাকার , মাঠে বল গড়ানোর আগেই শেষ কেকেআরের টিকিট।

    মাঠে বল গড়ানোর আগেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ম্যাচের টিকিট। জানা গিয়েছিল আহমেদাবাদে প্রথম ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে না ইডেনের দু’টি ম্যাচের অনলাইন টিকিট। দর্শকরা টিকিটের জন্য হাহাকার করছেন। ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ৬ এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challangers Bangalore) বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সোমবার থেকেই এই ম্যাচের অনলাইন টিকিট কাটতে সমস্যা হচ্ছিল। করোনা অতিমারির পর ইডেনে প্রথম খেলতে নামবে কেকেআর (Kolkata Knight Riders)। CONTINUE REAING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments