More
    Homeঅনান্যTaliganj টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।

    Taliganj টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।

    Today Kolkata:- সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বৃহস্পতিবার ভোরে টালিগঞ্জে (Taliganj) নামী এক প্রযোজনা সংস্থার গোডাউনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে গোডাউন। স্থানীয় বাসিন্দারাই খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। ধীরে ধীরে বাড়ে আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ হয়ে ওঠে। আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আগুনের তীব্রতায় বিকট শব্দে ফেটে ভেঙে পড়ে গোডাউনের টিনের শেড।
    খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৫টি ইঞ্জিন। কিন্তু আগুনে তীব্রতা এতটাই ভয়াবহ ছিল তা বাগে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। তাই পরে আরও ১০টি দমকলের ইঞ্জিন আনা হয়।

    গোডাউনটি বসতিপূর্ণ এলাকায়। তাই আশেপাশের আবাসনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন। ফলে তাদের চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক কিছুটা কমে। দমকল কর্মীরা জানিয়েছেন, ঘটনার একঘন্টা পরও সেই প্রযোজনা সংস্থার তরফে কেউ আসেননি। এদিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি। তবে প্রযোজনা সংস্থার গোডাউনে অত্যাধুনিক ও দামি ক্যামেরা, ইলেক্ট্রনিক জিনিসপত্র রয়েছে বলে অনুমান। ফলে সেসব মূল্যবান সামগ্রী পুড়ে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়ে স্থানীয় সূত্রে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো কোনওভাবে আগুন লেগেছে। তদন্তে তা স্পষ্ট হবে বলে তারা জানিয়েছেন।

    Taliganj টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।

    MORE NEWS – চোর’ স্লোগান, মানিককে জুতো দেখিয়ে আদালত চত্বরে বিক্ষোভ।

    ব্যাঙ্কশাল আদালত চত্বরে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) লক্ষ্য করে উঠল চোর স্লোগান। জুতো হাতে প্রতিবাদ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ঘিরে এভাবে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। উত্তেজিত হয়ে ওঠেন সাধারণ মানুষও। সোমবার রাতেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠায় ইডি৷ টানা প্রায় ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। গভীর রাত পর্যন্ত চলে জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিককে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments