More
    Homeঅনান্যWeather update Dakkhinbanga ফের নিম্নচাপের গেরোয় বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা।

    Weather update Dakkhinbanga ফের নিম্নচাপের গেরোয় বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা।

    Today Kolkata:- Weather update Dakkhinbanga চলতি মাসের ১৭ ও ১৮ তারিখ বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘনীভূত হবে চলেছে নিম্নচাপ। পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন আইএমডি-র প্রধান মৃত্যুঞ্জয় পাত্র। একটা নিম্নচাপের জেরে এখন লণ্ডভণ্ড হওয়া বাকি দক্ষিণবঙ্গে। আর এরমধ্যেই আইএমডি বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরির ওয়েদার আপডেট (Weather update Dakkhinbanga) জানাল৷ ইতিমধ্যেই এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থল্ভাগে ঢুকে পড়েছে। বর্তমান এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড়ে অবস্থান করছে। এর প্রভাবে সোমবার দিনভর প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। মঙ্গলবার ও বুধবারও চলবে বৃষ্টি। এই বৃষ্টির হাত ধরেই পুজোর মুখে বন্যার আশঙ্কা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুর জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

    Weather update WB পুজোর মুখে নিম্নচাপের তাণ্ডব, রাজ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি।

    প্রস্তুত রাখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলিও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিতে নাজেহাল হওয়ার আশঙ্কা জনজীবন৷ নিম্নচাপের জেরে রবিবার থেকেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সাগরপৃষ্টে ঘন্টায় ৬০কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে উঠছে উঁচু ঢেউ। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। এর পাশাপাশি পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। কলকাতায় সারাদিনই প্রবল বৃষ্টিপাত হবে। আকাশ থাকবে মেঘলা৷ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতার কারণে রিয়েল ফিল হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    Weather update Dakkhinbanga ফের নিম্নচাপের গেরোয় বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা।

    Primary recruitment পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    Baguihati case বাগুইআটি-তদন্তে গাফিলতির অভিযোগ মমতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা।

    MORE NEWS – নিম্নচাপে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বাংলাজুড়ে! কেমন থাকবে পুজোর আবহাওয়া।

    আর মাত্র হাতে গোনা ২০ দিন বাকি। এখনও পুজোর ঢের কেনাকাটা বাকি। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। নিম্নচাপ এবং ভরা কোটালের জোড়াফলায় আগামী কয়েকদিন বাংলায় ঘোর দুর্যোগের আশঙ্কা। ফলে পুজোর মাঝেই চিন্তার ভাঁজ। রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু জেলায় কম বেশি সারাদিনই বৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে চারদিন পর্যন্ত চলবে বৃষ্টি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments