More
    Homeঅনান্যPrimary recruitment পুজোর পরেই 'প্রাথমিকে' নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    Primary recruitment পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    Today Kolkata:- চাকরি প্রার্থীদের জন্য অপেক্ষা করছে সুখবর। পুজোর পরই প্রাথমিকের নিয়োগ (Primary recruitment) প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের অ্যাডহক কমিটির প্রথম বৈঠকেই কার্যত সিলমোহর দেওয়া হয়ে এই সিদ্ধান্তে। এবছর টেট নেওয়ার জন্যও উদ্যোগ নেবে পর্ষদ। এখনও পর্যন্ত যাঁরা টেটে পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। তবে ২০১৪ এবং ২০১৭ সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
    এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল জানান, টেট-এর বিষয় আলোচনা হয়েছে। টেট-এর দিন ঘোষণার আগে যেহেতু এর সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেই তারিখ জানানো হবে। জানা গিয়েছে, চাকরির শূন্যপদ হবে ২০ হাজারেরও বেশি। খুব তাড়াতাড়ি দফতরের তরফে নির্দিষ্ট শূন্যপদ পাঠানো হবে। বৈঠক শেষে সভাপতি আরও বলেন, “আগের রুল মেনে ভাক্যানসি এর জন্য নিয়োগ করতে পারি.. খুব তাড়াতাড়ি এগোচ্ছি। বিজ্ঞপ্তিটি দেওয়ার আগের কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর পড়ে নিয়োগ শুরু করতে চাইছি।”

    Primary recruitment পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    Asia cup 2022 রাজার মতো ফিরলেন বিরাট, আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি হাকালেন কিং কোহলি।

    Baguihati case বাগুইআটি-তদন্তে গাফিলতির অভিযোগ মমতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা।

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    MORE NEWS – মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত।

    মঙ্গলকোট বোমা বিস্ফোরণের (Mangalcot bom blust) মামলায় স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। বেকসুর খালাস পেলেন অনুব্রত। শুক্রবার বিধাননগর এমপি এমএলএ আদালত মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বীরভূমের কেষ্টকে বেকসুর খালাস দেয়। একই সঙ্গে নাম থাকা ১৪ জনও এই মামলাতে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। তথ্যপ্রমাণের অভাবে তাঁদের খালাস দেওয়া হয়েছে বলে খবর। প্রায় ১২ বছরের পুরনো এই মামলায় বেকসুর খালাস পেয়ে ‘সত্যের জয় হল’ বলে মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই এই মামলাতে বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন বীরভূমের বেতাজ বাদশা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments