More
    HomeখবরAsia cup 2022 রাজার মতো ফিরলেন বিরাট, আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি হাকালেন কিং...

    Asia cup 2022 রাজার মতো ফিরলেন বিরাট, আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি হাকালেন কিং কোহলি।

    Today Kolkata:- Asia cup 2022 ২০১৯ সালের নভেম্বর মাসে শেষ শতরান করেছিলেন বিরাট কোহলি। অবশেষে শতরানের খরা কাটালেন বিরাট। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে শতরান করলেন তিনি। সমালোচনার জবাব দিলেন এতদিনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি। অবশ্য তার আগে পাকিস্তানের বিরুদ্ধে পর পর ৩৫ ও ৬০ রানের ইনিংস খেলেছিলেন। কিন্ত চলতি এশিয়া কাপে একটি ম্যাচ বাদ দিলে খুব একটি খারাপ খেলেননি কোহলি। এদিন আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি সেটাই প্রমাণ করেছে। আর একেই হয়তো বলে রাজার মতো ফেরা।

    কারণ, অনেকদিন ধরে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে কোহলি। তবে এবার শক্ত হাতে ব্যাট ধরে রীতিমত ঝড় তুলে সে সবের যোগ্য জবাব দিলেন তিনি। এই নিয়ে ৭১তম শতরান করলেন কিং কোহলি। জানা যায়, একটা সময় এই সমালোচনার চাপে মানসিক অবসাদেও ভুগতে শুরু করেন কোহলি। সেকথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। আর সেকারণেই চলতি বছর ইংল্যান্ড সফর সেরে দেশে ফেরার পর প্রায় একমাসের বিরতি নিয়েছিলেন তিনি। এশিয়া কাপে তিনি ফের ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন। আর ফিরলেন ঠিক যেন রাজার মতো।

    Asia cup 2022 রাজার মতো ফিরলেন বিরাট, আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি হাকালেন কিং কোহলি।

    CBI & Partha রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও নজর সিবিআইয়ের।

    CBI vs Anubrata Mandal গরুপাচার করা হতো দু’টি পশু হাট থেকে, কেষ্টবিষ্টুরা জড়িত বলে সিবিআইয়ের দাবি।

    Arpita & Partha অর্পিতার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্থকে জেরা, মিলতে পারে আরও সম্পত্তির খোঁজ।

    MORE NEWS – পুজোয় অষ্টমীর দিনের জন্য চিকেনের স্পেশাল রেসিপি।

    আমিষ ছাড়া পুজোর দিনগুলিতে বাঙালির ভুরিভোজ অসম্পূর্ণ। আর আমিষ মানেই চিকেন বা মাটনের কোনও রেসিপি। আর পুজোতে মাংসের কোন পদ মানেই তেলে-ঝোলে রান্না না হলে ঠিক মনের মতো হয় না। অনেকের আবার বেশি তেল খাওয়া বারন। তাহলে মাংস সুস্বাদু হবে কীভাবে ? হ্যাঁ হবে। তেল ছাড়াই রান্না করা যাবে সুস্বাদু মাংসের একটি পদ। তা হলফ করে বলতে পারি। নানা রকম মশলা দিয়ে চিকেনের এই রেসিপি লাঞ্চ বা ডিনারে ভাত বা পরোটার সঙ্গে সার্ভ করা যেতে পারে। দেখে নেওয়া যাক কড়াই চিকেন রেসিপি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments