More
    Homeঅনান্যFacebook ফেসবুকে অশ্লীল পোস্ট , সহ্য করতে না পেরে আত্মঘাতী নাবালিকা।

    Facebook ফেসবুকে অশ্লীল পোস্ট , সহ্য করতে না পেরে আত্মঘাতী নাবালিকা।

    Today Kolkata:- ফেসবুকে (Facebook) অশ্লীল পোস্ট। অপমান মেনে নিতে না পেরে আত্মঘাতী নাবালিকা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ফর্সা লাইনে। মৃতার নাম অনিশা কিসপোট্টা (১৭)। স্থানীয় স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত সে। খেলাধুলাতেও ভাল ছিল। এদিন সন্ধ্যায় অনিশার ঝুলন্ত দেহ তার পরিবারের সদস্যরা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ১৭ বছরের কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। খবর জানাজানি হতেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ। অনিশার দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

    মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলাধুলায় ভাল হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় খেলতে যেত সে। মাস কয়েক আগে জলপাইগুড়ি জেলার শিকারপুরে খেলতে গিয়ে বিশ্বদীপ নামে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব হয় অনিশার। তারপর থেকে মাঝে মাঝেই ছেলেটির সঙ্গে দেখা-সাক্ষাৎ হত তার। অনিশার পরিবারের দাবি, এই বিশ্বাদীপ এবং টিনা নামের আরেকজন ফেসবুকে অনিশার ছবি শেয়ার করে তার ক্যাপশনে কুরুচিকর মন্তব্য লেখে। পোস্টটি ভাইরাল হওয়ায় অনিশার নজরেও পড়ে। এতেই চূড়ান্ত আঘাত পায় ১৭ বছরের কিশোরী। নিজের এই অপমান মেনে নিতে না পেরে মৃত্যুর পথ বেছে নেয় সে।

    Facebook ফেসবুকে অশ্লীল পোস্ট , সহ্য করতে না পেরে আত্মঘাতী নাবালিকা।

    Weather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    MORE NEWS – ভাদ্রের চড়া রোদে সানবার্নের সমস্যা? পুজোয় নিখুঁত ত্বক পেতে রইল ঘরোয়া উপায়।

    আর মাত্র দিন কয়েক পরেই পুজো। এই সময় পুজো উদ্যোক্তা ও প্রতিমা গড়ার কাজে শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। অন্যদিকে পুজোর সময় নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে সকলের নজর কাড়তে ইতিমধ্যে পার্লারে একটু একটু করে ভিড় হতে শুরু করেছে। তবে পার্লারে গিয়ে রূপচর্চা করার সময় সকলের হাত থেকে থাকে না। এদিকে পুজোর আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা পুজোর আগে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments