More
    Homeকলকাতারাজ্যের মুকুটে নয়া পালক, উদ্বোধনের অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম।

    রাজ্যের মুকুটে নয়া পালক, উদ্বোধনের অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম।

    Today Kolkata:- উদ্বোধনের অপেক্ষায় অলিপুরে গড়ে ওঠা বিশ্বমানের অডিটোরিয়াম৷ রাজ্য সরকারের নতুন নজির অলিপুরের ‘ধনধান্যে’ অডিটোরিয়ামের আকৃতি অনেকটা শঙ্খের মতো। এটি তৈরির কাজ প্রায় শেষের পথে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের অপেক্ষায়। কলকাতার নতুন দর্শনীয় স্থান হয়ে উঠতে চলছে এটি। এমনটাই দাবি প্রশাসনের। অলিপুরের সৌজন্যের ঠিক উল্টো দিকেই গড়ে তোলা হয়েছে স্টেডিয়ামটি। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে অডিটোরিয়ামটি তৈরির কাজ শুরু হয়। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার যে সংস্থা তৈরি করেছিল, তাদের বরাত দেওয়া হয়েছে ‘ধনধান্যে’ তৈরির। এটি তৈরি করতে খরচ হয়েছে ৪৪০ কোটি টাকা।

    রাজ্যের মুকুটে নয়া পালক, উদ্বোধনের অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম

    রাজ্যের মুকুটে নয়া পালক, উদ্বোধনের অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম

    অডিটোরিয়ামের মূল প্রেক্ষাগৃহে প্রায় ২ হাজার দর্শক বসার ব্যবস্থা রয়েছে। থাকছে ৫৪০ আসনের একটি ছোট প্রেক্ষাগৃহও। স্ট্রিট ড্রামা প্রদর্শনের জন্যও পৃথক ব্যবস্থা, একটি কনভেনশন সেন্টার, ক্যাম্পাসের মধ্যেই থাকছে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ এবং একটি গেস্ট হাউস। ৩৬ শয্যা বিশিষ্ট এই গেস্ট হাউসে শিল্পীরা থাকতে পারবেন। থাকছে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা। প্রায় ৩০০ টি গাড়ি রাখা যাবে বলে জানা গিয়েছে। এই প্রেক্ষাগৃহের উচ্চতা প্রায় ৬০০ ফুট। এটি তৈরিতে সুরাত থেকে এসেছে দামি পাথর।পূর্ত দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সময় দিলেই ‘ধনধান্যে’ উদ্বোধনের দিনক্ষণ স্থির করা হবে।

    রাজ্যের মুকুটে নয়া পালক, উদ্বোধনের অপেক্ষায় বিশ্বমানের স্টেডিয়াম।

    দেশের জন্য কেন্দ্রের পাশে আছে বাংলা, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে প্রতিশ্রুতি মমতার।

    শুটিং সেটে দুর্ঘটনা , দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির শুটিং চলাকালীন মৃত্যু স্টান্টম্যানের।

    ফের মুখোমুখি মোদী-মমতা! জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী

    MORE NEWS – মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি লোকো পাইলট ও সহকারীদের!

    রেলের লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মোবাইল ফোন ব্যবহারে জারি করা হল নিষেধাজ্ঞা। অন ডিউটিতে থাকাকালীন তাঁরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শিয়ালদহ স্টেশনের কাছে লোকাল ট্রেনের দুর্ঘটনার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। তারপরই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শান্টিং মোটরম্যানকে। প্রসঙ্গত, আগেই এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল রেল বোর্ড। কিন্তু সে নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকে মোবাইল ব্যবহার করছেন বলে অভিযোগ। এবার শিয়ালদহ লোকাল ট্রেনের দুর্ঘটনার পর সেই নির্দেশিকা স্মরণ করিয়ে দিল রেল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments