More
    HomeUncategorizedদলে কি সাহসী নেতৃত্বের অভাব ঘটছে? বিস্ফোরক দিলীপ।

    দলে কি সাহসী নেতৃত্বের অভাব ঘটছে? বিস্ফোরক দিলীপ।

    Today Kolkata:- দলে কি সাহসী নেতৃত্বের অভাব ঘটছে? বিস্ফোরক দিলীপ। যে ধরনের অত্যাচার চলছিল, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে ছিলাম। লোকে আমাদের বিশ্বাস করতে শুরু করেছিল। আমি নিজে রাস্তায় বেরিয়েছিলাম। মানুষ পিছনে দাঁড়িয়েছিল। মানুষ আশীর্বাদ করেছিল। এখন মানুষের সেই আত্মবিশ্বাস নেই। রাজ্যের লোক চায়, আমরা মাঠে নেমে আন্দলন করি। সেই রোল আমরা প্লে না করতে পারলে মানুষ আমাদের বিরোধি হিসেবে রাখবে কেন? অনেক কিছুর অভাব আছে। প্ল্যানিং এর অভাব আছে। মনোবলের অভাব আছে। কর্মীরা চেয়ে আছেন। কেউ পার্টি ছাড়েন নি। 2019 সাল পর্যন্ত যারা পার্টিকে দাঁড় করিয়েছেন, তারা মনে কষ্ট নিয়ে ঘরে বসে আছেন। তারা ঘন্টার পর ঘন্টা পার্টির জন্য সময় দিতেন। তাদের হাতে এখন কোনো কাজ নেই। সুকান্ত একা নন। অনেকেই আছেন। যোগ্য লোক বাদ দিলে কিভাবে হবে?

    MORE NEWS – মমতা না থাকলে নন্দীগ্রামে ঢোল বাজাতেন শুভেন্দু। বলেছেন ব্রাত্য।

    শুভেন্দু না থাকলে মমতাকে ভবানিপুর আসতে হত না। শুভেন্দু কি জিনিস, তা উনি দেখিয়ে দিয়েছেন। মমতা কি জিনিস, তা বাংলার মানুষ নন্দীগ্রামে বুঝিয়ে দিয়েছেন। যার নামে করে খাচ্ছেন, তার গুন তো গাইতেই হবে। তাদের পায়ের তলায় মাটি নেই। তাবেদারি করে জীবন কাটিয়ে দিলেন। মাঝে মাঝে কালীঘাটে গিয়ে পুজো দিতে হয়।

    MORE NEWS – তথাগতবাবুর ট্যুইট খোঁচা। 

    যারা লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন, যারা বিজেপি পার্টি অফিসকে পানশালা বানিয়ে দিয়েছিলেন, জীবনে ফুর্তি ছাড়া কিছু করেননি, যারা সিপিএম ও তৃণমূল থেকে সব সুবিধা নিয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল বিজেপি যাতে কোনো দিন 4 শতাংশের বেশী ভোট না পায়, সেই সব আহাম্মকদের কথা কে শোনে? বয়সের দোষ। 72 হয়ে গেলে মাথা কাজ করেনা।

    দলে কি সাহসী নেতৃত্বের অভাব ঘটছে? বিস্ফোরক দিলীপ।

    MORE NEWS – হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    মালদাঃ- হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি। জানা যায় গত ২৭ শে জানুয়ারি পাকুয়াহাট গোবরা কুড়ি মেলায় এক বয়স্ক মহিলার মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় যার জেরে সমস্যায় পড়েছিলেন ওই মহিলা। সে সময় ওই মহিলার পাকুয়াহাট ফাঁড়িতে মোবাইল হারিয়ে যাওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। CONTINUE READING

     

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments