More
    Homeখবরপার্ক সার্কাস সেভেন পয়েন্টএ পুলিশকর্মীদের ওআরএস ও ছাতা বিতরণ পুলিশ কমিশনারের।

    পার্ক সার্কাস সেভেন পয়েন্টএ পুলিশকর্মীদের ওআরএস ও ছাতা বিতরণ পুলিশ কমিশনারের।

    Today Kolkata:- কলকাতা পুলিশ কমিশনার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। পুলিশকর্মীদের ওআরএস ও ছাতা বিতরণ পুলিশ কমিশনারের। আমাদের কর্মীরা এই গরমে কাজ করেন। প্রতি বছরই দেওয়া হয়। ওআরএস, ঠান্ডা জলের বোতল এবং ছাতার যাতে তারা ভালোভাবে কাজ করতে পারেন। প্রসঙ্গ:লেক গার্ডেন্স থেকে বাঁশদ্রোনী। যে দুষ্কৃতীরা রয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেওয়া হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে গ্রেপ্তার করা হয়েছে। অনেক বেশি সংখ্যায় গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদের। প্রসঙ্গ:কসবা, রাতের বেলায় ঘটনার খবর এসেছে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে সমস্ত দপ্তর গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে এসটিএফ। কলকাতা পুলিশ সিটিজেন অরিয়েন্টেড পুলিশ। নাগরিকদের জন্য সব সময় তৎপর কলকাতা পুলিশ।প্রসঙ্গ:আর্মস নিয়মিত বিশেষ অভিযান আর্মসের বিরুদ্ধে করা হয়। দু একটা ঘটনায় ব্যবহার করা হলেও সেগুলো রিকভার করা হয়েছে।

    পার্ক সার্কাস সেভেন পয়েন্টএ পুলিশকর্মীদের ওআরএস ও ছাতা বিতরণ পুলিশ কমিশনারের।

    MORE NEWS – Medinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    Today Kolkata:- মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে  হারিয়েছেন গিতারানী হাজরাকে। তার মৃত্যুবার্ষিকী কিছুটা ব্যতিক্রমভাবেই পালন করলেন তার আত্মীয় স্বজনেরা। গিতারানী হাজরার পুত্র, কন্যারা ও পুত্রবধূ, নাতনী মিলে বৃহস্পতিবার টিম জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চ সংস্থার সহযোগিতায় কর্ণগড় সংলগ্ন  বালিজুড়ি এলাকায় 20 জন দুস্থ মহিলাকে শাড়ী প্রদান ও মিষ্টি মুখ করিয়েছেন। মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের ভুরিভোজ না দিয়ে অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে কিছু  তুলে দিয়ে তাদের মুখে একটু ফোটা হাসি ফুটিয়ে  স্বর্গীয় মাকে তারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছেন। হাজরা পরিবারের পক্ষ থেকে উপস্থিতছিলেন বড় কন্যা মৌসুমী হাজরা,ছোট কন্যা শ্রাবণী অধিকারী, ছোট জামাই প্রবীর অধিকারী, ছোট ছেলে চন্দন হাজরা, পুত্র বধূ সম্প্রীতি হাজরা,নাতনী ছোট্ট নাতনি অদ্রিজা হাজরা। CONTINUE READING

    শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়।

    হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    বিগত কয়েক বছর ধরে সাট্টারি গ্রামে মাছের শুটকি তৈরি করছেন কিছু ব্যবসায়ী।

    আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির এলাকায় চাঞ্চল্য।

    পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments