More
    Homeখবরমাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গড়বেতার গনগনিতে।

    মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গড়বেতার গনগনিতে।

    পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড়বেতার গনগনি পর্যটন কেন্দ্র স্থান থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। যেখানে লেখা আছে মাওবাদী জিন্দাবাদ, ফরেস্ট লান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে (C.P.I মাওবাদী)। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এইদিন চারটি পোস্টার পড়েছিল গণগণিতে, ইতিমধ্যেই গড়বেতা থানার পুলিশ ওই পোস্টার গুলি উদ্ধার করেছে। প্রসঙ্গত জঙ্গলমহল এলাকাজুড়ে মাওবাদী নাশকতার আতঙ্কে হাই এলার্ট জারি রয়েছে। এরই মাঝে মাওবাদী নামাঙ্কিত এই পোস্টটার উদ্ধারকে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গড়বেতার গনগনিতে।

    MORE NEWS – Medinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    Today Kolkata:- মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে  হারিয়েছেন গিতারানী হাজরাকে। তার মৃত্যুবার্ষিকী কিছুটা ব্যতিক্রমভাবেই পালন করলেন তার আত্মীয় স্বজনেরা। গিতারানী হাজরার পুত্র, কন্যারা ও পুত্রবধূ, নাতনী মিলে বৃহস্পতিবার টিম জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চ সংস্থার সহযোগিতায় কর্ণগড় সংলগ্ন  বালিজুড়ি এলাকায় 20 জন দুস্থ মহিলাকে শাড়ী প্রদান ও মিষ্টি মুখ করিয়েছেন। মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের ভুরিভোজ না দিয়ে অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে কিছু  তুলে দিয়ে তাদের মুখে একটু ফোটা হাসি ফুটিয়ে  স্বর্গীয় মাকে তারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছেন। হাজরা পরিবারের পক্ষ থেকে উপস্থিতছিলেন বড় কন্যা মৌসুমী হাজরা,ছোট কন্যা শ্রাবণী অধিকারী, ছোট জামাই প্রবীর অধিকারী, ছোট ছেলে চন্দন হাজরা, পুত্র বধূ সম্প্রীতি হাজরা,নাতনী ছোট্ট নাতনি অদ্রিজা হাজরা। বালিজুড়ী গ্রামের মা শীতলা ক্লাব  অনুষ্ঠানটি  পরিচালনা করে। CONTINUE READING

    বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে এলাকায় চাঞ্চল্য মালদহে।

    Malda মালদা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র বিজ্ঞাপনের হোর্ডিংয়ে দৃশ্য দূষণের অভিযোগ।

    বেপরোয়া ড্রাইভিং বন্ধ, বেআইনি বালি খাদান বন্ধ, ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ।

    Amit Shah অমিত শাহর রাজ্য সফরের আগে, টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি।

    শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস।

    পরপর ব্যার্থতা, খাদের কিনারায় বঙ্গ বিজেপি, এমন অবস্থায় দলকে চাঙ্গা দেখতে চাইছেন নিচু তলার কর্মীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments