More
    Homeখবরবেপরোয়া ড্রাইভিং বন্ধ, বেআইনি বালি খাদান বন্ধ, ও বালির ট্রাক অন্যান্য মালবাহী...

    বেপরোয়া ড্রাইভিং বন্ধ, বেআইনি বালি খাদান বন্ধ, ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ।

    Today Kolkata:- বেপরোয়া ড্রাইভিং বন্ধ বেআইনি বালি খাদান বন্ধ ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ করা এবং শহরের মধ্যে পুলিশি সক্রিয়তা বাড়ানোর দাবিতে বিজেপি শহর কমিটির পক্ষ থেকে মেদিনীপুর শহরের কেরানিতলা চকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরুপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় ঘন্টাখানেক ধরে এই কর্মসূচি চলে। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তোলা হয়।

    বেপরোয়া ড্রাইভিং বন্ধ, বেআইনি বালি খাদান বন্ধ, ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ।

    MORE NEWS – শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস।

    Today Kolkata:- শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস। গত দুদিন ধরে বীরভূমের নতুন শিল্পতালুক উত্তপ্ত। আদিবাসীদের একাংশ কোলব্লক করার জন্য জমি দিতে অনিচ্ছুক। তারা রাস্তায় নেমে কয়লা খনির বিরোধিতা করছেন। কিন্তুু শিল্প সম্মেলনে পাচামীকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই কোলব্লকে বিনিয়োগ টানার আপ্রান চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তুু এই কয়লা খনিকে নিয়ে ফের রাজনৈতিক কর্মকান্ড শুরু করছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলি। বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য বিজেপির বিধায়করা পাচামীতে আসবেন। সেখানে অনিচ্ছুক জমিদাতাদের নিয়ে বসবেন অবস্থানে। CONTINUE READING

    MORE NEWS – Deucha ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন করেন লোকসভার বিরোধী দলনেতা।

    Today Kolkata:- ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন করেন পঃ বঃ প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ লোকসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী তাঁর মত ব্যক্ত করেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মিলটন রসিদ, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, মৃনালকান্তি বোস, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, রাজ্য যুব কংগ্রেস সাঃ সম্পাদক মাসিকুল ইসলাম শিবলী, CONTINUE READING

    উত্তর ২৪ পরগনার পাতুলীয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

    বন্ধ হয়ে পড়ে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments