More
    Homeখবরঅন লাইন প্রতরনার ফাঁদে পড়লেন এক ব্যবসায়ী

    অন লাইন প্রতরনার ফাঁদে পড়লেন এক ব্যবসায়ী

    Today Kolkata:- অন লাইন প্রতরনার ফাঁদে পড়লেন এক ব্যবসায়ী। অনলাইন প্রতারণা চক্রের ফাঁদে পড়লেন এক ক্যাফের মালিক। মিথ্যা লোনের কথা বলে টাকা পরিশোধের জন্য ক্রমাগত হুমকি তাকে। এমনকি প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এবং ফোন এবং মেসেজের মাধ্যমে বিরক্ত করা হচ্ছে আত্মীয়-স্বজনদেরকে বলে অভিযোগ। স্থানীয় থানা এবং সাইবার ক্রাইমের দ্বারস্থ ওই ক্যাফে মালিক। নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের সদস্যরা। সঠিক তদন্তের দাবি পরিবারের।সমগ্র ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য এলাকায়।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।

     

    হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা পাড়ার বাসিন্দা অরিজিৎ রায় কিছু দিন আগে একটি অনলাইন ক্যাফে খুলেছে ওই যুবক।সেখান থেকে বিভিন্ন অনলাইনে কাজকর্ম করে সে। গত ৩১ শে জানুয়ারি অরিজিৎ রায় জানতে পারে তার আত্মীয়দের কাছে একটি অনলাইন লোন এপ থেকে তার নাম করে বিভিন্ন ফোন এবং মেসেজ আসছে। যেখানে বলা হচ্ছে অরিজিৎ রায় অনলাইনে লোন নিয়েছিল। সেই লোন পরিশোধের কথা বলা হচ্ছে তার আত্মীয়দের।

    Mamata Banerjee “১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই” – বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    পরবর্তীতে অরিজিতের কাছে ফোন এবং মেসেজ আসতে থাকে। হুগো লোন নামে একটি অনলাইন অ্যাপ দাবি করে তাকে ৫০০০ টাকা পরিশোধ করতে হবে। হুমকির ভয়ে সেই সময় অরিজিৎ পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তারা আরও টাকা দাবি করে। অরিজিৎ স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায় জানায়। থানা থেকে সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে বলা হলে সে মালদা সাইবার ক্রাইমেও অভিযোগ দায়ের করে। পুলিশ সেই সময় তাকে তার ফোন নাম্বার পরিবর্তন করার পরামর্শ দেয়। কিন্তু বিভিন্ন কারণে অরিজিত সেই ফোন নাম্বার পরিবর্তন করতে পারেনি।

     

    গত একমাস ফোন এবং মেসেজ বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরে ক্রমাগত ফোন এবং মেসেজ ফের আসতে শুরু করে। হুগো লোনের নাম করে তার কাছে টাকা দাবি করা হয়। এমনকি তার আধার এবং প্যান কার্ডের ছবি পাঠাচ্ছে।আত্মীয়-স্বজনদের তার নাম করে অশ্লীল ফোন এবং মেসেজ করছে। প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়। এরকম অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে অরিজিত এবং তার পরিবার। পুলিশি পদক্ষেপের দাবি জানিয়ে পরিবারের লোকেরা। অন লাইন প্রতরনার

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments