More
    Homeখবরআজ সল্টলেকের এম, পি, এম, এল, এ- কোর্টে এলেন মুকুল রায়।

    আজ সল্টলেকের এম, পি, এম, এল, এ- কোর্টে এলেন মুকুল রায়।

    Today Kolkata:- আজ সল্টলেকের এম,পি,এম,এল,এ- কোর্টে এলেন মুকুল রায়। দুটো রেজিষ্টার সিউড়িটি ২৫ হাজার টাকা ইচ এ জামিন পেলেন। হাসখালিথানায় কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃনমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় আজ আসেন কোর্টে।০৯.০২.২০১৯ এ কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় বিধান নগর এম,পি, এম,এল,এ- আদালতে আসলেন বিজেপি সংসদ জগন্নাথ সরকার, এছাড়াও তৎকালীন বিজেপি নেতা তথা বর্তমানে তৃণমূল নেতা মুকুল রায় আসলেন বিধান নগর এমপি এমএলএ আদালতে। এখানে আসার পর বিচারক মুকুল রায়কে দুটো রেজিষ্টার সিউড়িটি ২৫ হাজার টাকা ইচ বন্ডে জামিন দিল। এবং ২৯ এপ্রিল চার্জ গঠনের তারিখ দেওয়া হয়েছে।

    আজ সল্টলেকের এম, পি, এম, এল, এ- কোর্টে এলেন মুকুল রায়।

    MORE NEWS – নেতাজি পৌর বাজারের পাইকারি মাছ বাজার স্থানান্তর হতে চলেছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে।

    মালদা,৮ এপ্রিল:- নেতাজি পৌর বাজারের পাইকারি মাছ বাজার স্থানান্তর হতে চলেছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে।
    মালদা শহরের রথবাড়ি সংলগ্ন নেতাজি পৌরবাজারে দীর্ঘদিন ধরে পাইকারি মাছ বাজার করে আসছেন ১২১ জন ব্যবসায়ী। এখানে মাছ বাজার থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন ব্যবসায়ীরা। সরু রাস্তা দিয়ে ভিন রাজ্য থেকে আসা মাছ বোঝাই গাড়ির জন্য যানজটের সৃষ্টি হতো। নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক জয়সওয়াল জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল পাইকারি মাছ বাজার স্থানান্তর করা হোক। জেলাশাসকের নির্দেশে পাইকারি মাছ বাজার স্থানান্তর হতে চলেছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে। তিনি আরো বলেন, পাইকারি মাছ বাজার চলে গেলেও খুচরো মাছ বাজার থাকবে নেতাজি পৌরবাজারে। CONTINUE READING

    পঞ্চম শ্রেণীর ছাত্রকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে, আটক প্রধান শিক্ষক।

    পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা 2 নম্বর অঞ্চলের গিলাগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে টিচার ইনচার্জ শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের টাকাসহ চাল চুরি চুরির অভিযোগ এনে অভিযোগ এনে বিক্ষোভ গ্রামবাসীদের।

    একদিন যারা আমাদের দেখে হেসে ছিলো আজ তাদের দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, বিজেপির প্রতিষ্ঠা দিবসে বললেন জলপাইগুড়ি জেলা সভাপতি।

    Monmohan Singh মনমোহন সিংহ প্রয়াত বলে পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি।

    ডাক বিভাগের কর্মীদের হুমকি দেওয়া সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments