More
    Homeঅনান্যজিৎ কে কি প্রশ্ন করবেন? Zee Bangla অপুর সংসারে সোজাসাপ্টা জানালেন শুভশ্রী।

    জিৎ কে কি প্রশ্ন করবেন? Zee Bangla অপুর সংসারে সোজাসাপ্টা জানালেন শুভশ্রী।

    Today Kolkata:- Zee Bangla জিৎ (Jeet) কে নিয়ে শুভশ্রীর মনে একটা প্রশ্ন মাঝে মধ্যেই দেখা দেয়। কোনও রকমের রাখঢাক না করেই প্রকাশ্যে শাশ্বত চট্টোপাধ্যায়ের (Swasata Chaterjee) কাছে খোলসা করেছিলেন সেলেব। জি বাংলার টক শো অপুর সংসার-এ এসে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। জিৎ-কে যদি কোনও প্রশ্ন করতে হয়, তবে তিনি কোন প্রশ্ন করবেন?

    শুভশ্রী (Suvasree Ganguly) না ভেবেই উত্তর দিয়েছিলেন, কেন জিৎ-এর নামে ইন্ডাস্ট্রিতে কোনও গসিপ নেই ? সিনেপাড়ায় যাঁদের বাস, তাঁদের নিয়ে নিত্য গসিপ চর্চা বর্তমান। কখনও কখনও সোশ্যাল মিডিয়া ট্রোলিং-ও অভ্যাসে পরিণত হয়ে যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেও সেই তালিকা থেকে বাদ পড়েননি। তবে একমাত্র সুপারস্টার জিৎ, যিনি এই তালিকার বাইরে।

    কারণ শুভশ্রী গঙ্গোপাধ্যায় একাধিকবার জানিয়েছিলেন গসিপে তিনি খুব একটা নজর দেন না। তবে সিনেপাড়ার সদস্যদের জীবনে এটা একটা নিত্যদিনের অঙ্গ হয়ে উঠেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব বিতর্কের অবশান ঘটিয়ে দিব্যি সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ( Subhasree Ganguly) ও রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। অন্য ধারার ছবি করে সিনেজগতেও তৈরি করেছেন নিজের এক ভিন্ন পরিচিতি।

    জিৎ কে কি প্রশ্ন করবেন? Zee Bangla অপুর সংসারে সোজাসাপ্টা জানালেন শুভশ্রী।

    প্রেসিডেন্সিতে প্রদর্শনের মাঝেই নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র, অন্তর্ঘাতের দাবি SFI এর।

    DIDI NO -1 ”আলিপুর কোর্টে বলতে চাই, ডিভোর্স চাই” – দিদি নং ১ এর মঞ্চে দাম্পত্যের গল্প শোনালেন অভিনেত্রী মৌমিতা।

    গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করাই লক্ষ্য, Play Store এর নির্দেশিকা আরও কঠোর এবং পুনর্গঠন করছে Google।

    Presidency Jail প্রেসিডেন্সি সংশোধনাগারের সরস্বতী পুজোর অঞ্জলিতেও ব্রাত্য পার্থ সহ শিক্ষক দুর্নীতির বিচারাধীন বন্দিরা।

    MORE NEWS – আগামী সপ্তাহে শেষে কামব্যাক শীতের, হতে পারে পারদ পতন।

    আগামী সপ্তাহের শেষ দিকে শীতের পূর্বাভাষ। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। এমনই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে। সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা (Temparature) কমতে পারে। মঙ্গল ও বুধবার ১ ফেব্রুয়ারির মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। বলাই বাহুল্য শীতের বিদায় ঘণ্টা এখনও বাজেনি। বাঙালির হাতে এখনও সময় রয়েছে শীত উপভোগের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments